দিন দিন পাল্টে যাচ্ছে মানুষের সৌন্দর্য চেতনা। চকচকে, উজ্জল সাজের চাইতে এখন অনেক বেশি জনপ্রিয় পরিচ্ছন্ন পরিপাটি একটা লুক। অন্যসবের সাথে আপনার নখের সাজও আপনার রুচির পরিচয় বহন করে। নখের সৌন্দর্যের জন্য আগে হাত-পাায়ের যত্ন নিতে হবে। এজন্য করতে পারেন মেনিকিউর ও পেডিকিউর। এরপর পরিস্কার হাত কিংবা পায়ে রঙের জাদু ছড়াতে নখ রঙিন করতে পারেন নেলপলিশ দিয়ে বা নেইল আর্ট করে। সুন্দর ডিজাইন, দুই-তিন কালার শেড করে করতে পারেন নেইল আর্ট। প্রায় সব পার্লারই নেইল আর্ট করে থাকে। ঘরে বসে নিজে করতে চাইলে নেইল আর্টের সেট বাজারে কিনতে পাওয়া যায়, সেটা কিনে করতে পারেন। প্রথমে নখকে ফাইল করে নেইল আর্টের যে স্ট্যাম থাকে তার মাধ্যমে নখে ছাপ দিয়ে ডিজাইন করে দুই-চার মিনিট অপেক্ষা করুন শুকানোর জন্য। এপর এই ডিজাইনের উপর ট্রান্সপারেন্ট নেলপলিশ লাগিয়ে নেবেন। লক্ষ্য রাখুন নখে ছাপ দিয়ে যে ডিজাইন করছেন তা ভাল করে শুকিয়ে যাবার পর ট্রান্সপারেন্ট নেলপলিশ লাগাবেন। তা না হলে ডিজাইন ছড়িয়ে নষ্ট হয়ে যাবে। নেপলিশ লাগনোর আগে যা যা করণীয়-
০ নখে আগে কোন নেলপলিশ লাগানো থাকলে নেলপলিশ রিমুভার দিয়ে পরিষ্কার করে নেবেন।
০ ফাইলার দিয়ে নখ ফাইল করে শেপ করে নিন।
০ ৫ মিনিট কুসুম গরম পানিতে শ্যাম্পু গুলে সেই পানিতে হাত ডুবিয়ে রাখুন।
০ এরপর প্রতিদিনের পরিচর্যায় যা করণীয় তা করবেন।
০ সবশেষে নিজের পছন্দমত নেলপলিশ লাগিয়ে নিন।
০ সবসময় নখে নেলপলিশ লাগিয়ে রাখলে নখ কালো হয়ে যেতে পারে। তাই মাঝে অন্তত চার-পাঁচদিন নখে নেলপলিশ লাগাবেন না।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ফেব্রুয়ারী ২৪, ২০১০
Leave a Reply