যশোরে একুশের আয়োজন
যশোরের মুজিব সড়কে ফ্যাশন হাউস সুতায় বোনার আয়োজনে হচ্ছে শিশুদের জন্য চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতা। ২১ ফেব্রুয়ারি দিনব্যাপী এ প্রতিযোগিতায় নার্সারি থেকে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশ নিতে পারবে। এ ছাড়া সুতায় বোনার পোশাকে পাওয়া যাবে বিশেষ মূল্যছাড়। যোগাযোগ: ০১৬৭৩৮৩৭৩৭৬।
প্রশিক্ষণে মূল্য ছাড়
নারীদের জন্য নানা প্রশিক্ষণে সাবাসেস ট্রেনিং সেন্টার দিচ্ছে বিশেষ মূল্য ছাড়। এখানে রান্না, চুল সাজানো, সৌন্দর্যচর্চা, পোশাক তৈরি ইত্যাদি বিষয় শেখা যাবে। যোগাযোগ: ০১৮১৯২৭৫৬৯১।
দেশীদশে বসন্তের গান
পয়লা ফাল্গুনে দেশীদশ চত্বরে আয়োজন করা হয় ‘বসন্তের গানে দেশীদশ’ শীর্ষক অনুষ্ঠান। দেশীদশের পক্ষে শাহীন আহম্মেদ শুভেচ্ছা বক্তব্য দেন। ‘ঋতুবৈচিত্র্যের প্রতিটি ধাপে আমরা খুঁজে নেব নতুন উদ্দীপনা ও প্রাণপ্রাচুর্য’, জানান তিনি। এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মামুন জাহিদ খান ও শিখা রউফ। তাঁরা একে একে গেয়ে শোনান বসন্ত আর ভালোবাসার গান। ‘তোমারে লেগেছে এত যে ভালো’, ‘এ লগন গান শোনাবার’সহ আধুনিক গান গেয়ে শোনান দর্শক ও ক্রেতাদের। অনুষ্ঠানটি পরিচালনা করেন দেশীদশের কনক আদিত্য।
কর্মসংস্থানের প্রশিক্ষণ
ঢাকার বনানীতে ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইন আয়োজন করেছে ইন্টেরিয়র ডিজাইনের স্বল্পমেয়াদি ডিপ্লোমা কোর্স। এ ছাড়া এখানে ফ্যাশন ডিজাইন, গ্রাফিকস, ফাইন আর্টসে কোর্স করানো হয়।
যোগাযোগ: ০১৭৩৩৯৬৯৬৪৪।
খেলতে খেলতে পড়া
শিশুদের জন্য বিনোদনের মাধ্যমে পড়াশোনা করার নানা উপকরণ নিয়ে এসেছে ‘ছোট্ট আমরা শিশু’। বর্ণমালা, সংখ্যা শেখার মজার সব বোর্ড, ব্লক তো আগে থেকেই ছিল। এবার এই বোর্ডে ইংরেজি অক্ষর শেখার ব্যবস্থাসহ বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর ও বিভিন্ন ধরনের রং ও আকৃতি শেখার ব্যবস্থা আছে। এ ছাড়া বইমেলায় ‘ছোট্ট আমরা শিশু’র স্টলে পাওয়া যাচ্ছে শিশুদের উপযোগী নানা বই।
এসব উপকরণ পাওয়া যাবে নিউমার্কেট, বাংলাবাজারের বইয়ের দোকানগুলোতে।
কাবাব উত্সব
ঢাকার গুলশান ২ নম্বর সড়কে খাজানা রেস্টুরেন্টে শুরু হয়েছে কাবাব উত্সব। তেরঙ্গা পনির টিক্কা, চাঁদনি চক কা টিক্কি, আঙ্গুরি প্রনস, কাবুল শিখ, মুর্গ কেসর কাবাব ইত্যাদি বাহারি নামের প্রায় ১৫ ধরনের কাবাব পাওয়া যাবে এ উত্সবে। নিরামিষভোজীদের জন্যও আছে বিশেষ কাবাব। উত্সব চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। ফোন: ০১৭১১৪৭৬৩৭৯।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পদযাত্রা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারিতে এক্সট্রিমিস্টের আয়োজনে হতে যাচ্ছে পদযাত্রা। শীতলক্ষ্যা নদীর পাড় ধরে ৩০ কিলোমিটারের রাস্তায় এ যাত্রা চলবে। ১৯ ফেব্রুয়ারির মধ্যে ২০০ টাকা দিয়ে নিবন্ধন করতে হবে। যোগাযোগ: ০১৯২১২৩১০৭৫।
নতুন পোশাকের দোকান
বসুন্ধরা সিটির লেভেল-২-এর ব্লক-সিতে চালু হলো পোশাকের দোকান ‘জল রং’। ১৩ ফেব্রুয়ারি এর উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংসদ আসাদুজ্জামান নূর। এখানে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি, বিছানার চাদর, বাচ্চাদের পোশাকসহ সব ধরনের পোশাক পাবেন। এগুলোতে বাটিকের কাজ করা হয়েছে।
সংশোধনী
নকশার গত সংখ্যায় ‘ইচ্ছেমতো যন্ত্রের আবরণ’ শীর্ষক লেখাটিতে জিমাস্ক বিউটি র্যাপের ফোন নম্বর ভুল ছাপা হয়েছে।
সঠিক ফোন নম্বর ০১৭৩০০৮৭১৫৯।
সূত্র: দৈনিক প্রথম আলো, ফেব্রুয়ারী ১৬, ২০১০
Leave a Reply