ভালোবাসা দিবসে উপহার
ভালোবাসা দিবসে উপহার দেওয়ার জন্য নানা সামগ্রী এনেছে আড়ং। আছে হূদয় আকৃতির নানা রঙের মোমবাতি, চাবির রিং, গয়নার বাক্স, টাকা-পয়সা রাখার ব্যাগ, মগ ইত্যাদি। রয়েছে হীরা বসানো আংটি। ভালোবাসা দিবসের নির্ধারিত পণ্য কিনলে আড়ং থেকে পাওয়া যাবে বিশেষ উপহার।
স্বাস্থ্যবিষয়ক আলোচনা সভা
১৩ ফেব্রুয়ারি ঢাকার শাহবাগের গণ গ্রন্থাগারে হবে দিনব্যাপী স্বাস্থ্যবিষয়ক আলোচনা। এর উদ্যোক্তা হলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যালার্জি ও অ্যাজমা বিশেষজ্ঞ গোবিন্দ চন্দ্র দাস। এ দিন ডায়াবেটিস, যোগব্যায়াম, ধ্যান ইত্যাদি বিষয়ে আলোচনা করা হবে। নিবন্ধনের জন্য যোগাযোগ: ৮২২২৮২৫।
নতুন সুগন্ধি
বনানীর ফ্লোর সিক্স রেস্টুরেন্টের কোনা থেকে ভেসে আসছে গানের মৃদু শব্দ। বাইরের বাতাসও সেই গানের সঙ্গে ভেসে বেড়ায় ফ্লোর সিক্স রেস্টুরেন্টের পুরো ঘরে। নিচে মেঝেতে বেশ কিছু ছোট সুগন্ধির বোতল ছড়িয়ে-ছিটিয়ে রাখা। সেখান থেকেও মিষ্টি সুবাস এসে দোলা দিয়ে যায় নাকে। ২ ফেব্রুয়ারি ঢাকার ফ্লোর সিক্স রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রেস্টিজ বেঙ্গলের নতুন সুগন্ধি সিএইচ ক্যারোলিনা হেরেরার কথা তুলে ধরা হয়। সিএইচ ক্যারোলিনা হেরেরার এই সুগন্ধির বোতল চামড়া আর রুপা দিয়ে মোড়ানো। আর পুরো বোতলটি লাল রঙের। সিএইচ বিশেষভাবে মেয়েদের জন্য তৈরি। এর বিশেষত্ব হলো সকাল, দুপুর আর রাতে এটি ভিন্ন ভিন্ন সুবাস ছড়াবে চারদিকে।
বর্তমানে বাজারে ১০০ আর ৫০ মিলিলিটার এই দুই ধরনের বোতলে পাওয়া যাচ্ছে এটি। ১০০ মিলিলিটার সুগন্ধির দাম ৫৫০০ টাকা এবং ৫০ মিলিলিটারের দাম পড়বে ৪৫০০ টাকা। এটি গুলশানের প্যারিস পারফিউমসহ প্রেস্টিজ বেঙ্গলের যেকোনো শাখায় পাওয়া যাবে।
নারীদের জন্য প্রশিক্ষণ
ঢাকার মিরপুরে ক্যাকটাস ওমেন্স জোনে চলছে মহিলাদের জন্য নানা বিষয়ে প্রশিক্ষণ। এখানে সৌন্দর্যচর্চা, রান্না, পোশাক তৈরি, কম্পিউটার, ইংরেজি ভাষা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে সনদপত্র দেওয়া হবে। যোগাযোগ: ০১৭২২১৬১৩৪৬
ভালোবাসা দিবসে বই ও টিশার্ট
সংগীতশিল্পী তপুর কবিতার বই একটা গোপন কথা ও স্যুভেনির টি-শার্ট নিয়ে ভালোবাসা দিবসে উপহার দেওয়ার জন্য বিশেষ প্যাকেট এনেছে টেক্কা। এটি পাওয়া যাবে ঢাকার শাহবাগে আজিজ সুপার মার্কেটে টেক্কার শোরুমে। এ ছাড়া একই মার্কেটে স্বপ্নবাজের শোরুমে পাবেন গায়ক জয় শাহরিয়ারের কবিতার বই ও টি-শার্ট নিয়ে ‘ভুলে যাবার গান’ শিরোনামে উপহার দেওয়ার জন্য প্যাকেট।
খাবারের নতুন প্যাকেজ
ঢাকার লালমাটিয়া ২/১২, ব্লক-এফে কুটুমবাড়ি এনেছে ২৯৯ টাকায় নানা খাবারের প্যাকেজ। নানা রকম ফ্রায়েড রাইস, মিক্সড ভেজিটেবল, নানা রকম স্যুপ, বিফ সিজলিং, ফ্রায়েড চিকেন ইত্যাদি চীনা খাবার পাওয়া যাবে এসব প্যাকেজে। এ সুবিধা পাওয়া যাবে ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত।
ভালোবাসা দিবসের আয়োজন
ভালোবাসা দিবসে কায়া স্কিন ক্লিনিক এনেছে উপহার দেওয়ার জন্য ‘কায়া জাস্ট ফর ইউ’ শীর্ষক ত্বকচর্চার পণ্য। এ প্যাকেজে মেয়েদের জন্য আছে ক্লিনজিং জেল, টনিক, সানস্ক্রিন। আর ছেলেদের জন্য পাওয়া যাবে ফেসওয়াশ, শেভিং জেল ও হোয়াইটেনিং ময়েশ্চারাইজার। দুটি প্যাকেজে থাকছে বিশেষ মূল্যছাড়। এ ছাড়া ত্বকচর্চার বিশেষ সুবিধাও আছে।
নতুন টি-শার্ট
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নতুন ডিজাইনের টি-শার্ট এনেছে নাকা ফ্যাশন। এগুলো পাওয়া যাবে ঢাকার বসুন্ধরা সিটির নিজেল, জেন্টলম্যান, ফেইথ, ডিভাইন ও টিনেজ-এর শোরুমে।
পোশাকের দোকানের নতুন শাখা
৫ ফেব্রুয়ারি ঢাকার ধানমন্ডির সানরাইজ প্লাজায় চালু হলো ‘ড্রেস লাইন বাংলাদেশ’-এর নতুন শাখা। এর স্বত্বাধিকারী হাতেম মো. তানিম পাশা জানান, ড্রেসলাইনের পোশাকে রাজশাহী সিল্ক, বেনারসি ও দেশীয় তাঁতের কাপড় ব্যবহার করা হয়েছে। সাংসদ আসাদুজ্জামান নূর এর উদ্বোধন করেন। এ উদ্যোগকে স্বাগত জানান তিনি। শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি পাওয়া যাবে এখানে। উদ্বোধন উপলক্ষে প্রতিটি পোশাকে দেওয়া হচ্ছে ১০ শতাংশ ছাড়।
পোশাকের নতুন দোকান
ঢাকার শাহবাগে আজিজ কোঅপারেটিভ মার্কেটে চালু হলো পোশাকের নতুন দোকান নববী। ১ ফেব্রুয়ারি এর উদ্বোধন করেন সাংবাদিক মুন্নী সাহা ও উপস্থাপক শারমিন লাকী। এখানে টি-শার্ট, ফতুয়া, পাঞ্জাবি, টপ ও সালোয়ার-কামিজের কাপড় পাওয়া যাবে।
চুল সাজানো শিখুন
ঢাকার ধানমন্ডিতে রুকসানা হেয়ার ড্রেসিং ইনস্টিটিউটে চুল সাজানো বিষয়ে (হেয়ার ড্রেসিং) প্রশিক্ষণ চলছে। ভর্তি চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। যোগাযোগ: ০১৮১৯৪৪৭৫৫০
ইন্টেরিয়র ডিজাইন শিখুন
ঢাকার ধানমন্ডিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনে (এনআইডি) ইন্টেরিয়র ডিজাইন কোর্সে ভর্তি চলছে। কোর্স শেষে সনদপত্র পাওয়া যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে। এনআইডিতে ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন ও অ্যাপারেল মার্চেন্ডাইজিংসহ বেশ কয়েকটি কোর্সে ছয় মাস ও বছরমেয়াদি বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ রয়েছে এনআইডিতে। যোগাযোগ: ০১৭১৫৭৬৩৯০৮
সূত্র: দৈনিক প্রথম আলো, ফেব্রুয়ারী ০৯, ২০১০
Leave a Reply