বছরের শুরুতেই শিক্ষার্থীদের অভিভাবকের চিন্তার শেষ নেই। নতুন স্কুলে ভর্তি করা, স্কুলে যাওয়ার প্রয়োজনীয় উপকরণ কেনার ঝামেলাসহ বিভিন্ন চিন্তা করতে হয়। আর যারা এবার প্রথম স্কুলে যেতে শুরু করেছে, তাদের অভিভাবকদের তো ঝামেলার শেষ নেই। শত ঝামেলার মধ্যে প্রিয় সোনামণির জন্য সময়মতো সব করতে চান সবাই। নতুন বছরের স্কুলের প্রয়োজনীয় উপকরণ নিয়ে আমাদের এবারের আয়োজন।
খাতা: স্কুলের জন্য সবচেয়ে প্রয়োজনীয় উপকরণ হলো খাতা। বাজারে বিভিন্ন বিষয়ে আলাদা আলাদা খাতা পাওয়া যায়। নতুন ক্লাসের জন্য বাংলা, ইংরেজি, অঙ্কসহ সব বিষয়ের বিষয় খাতা পাওয়া যায়। বিষয় অনুযায়ী আলাদাভাবে রুল টানা থাকে খাতায়। আর অঙ্ক ও চিত্রাঙ্কনের জন্য রুল ছাড়া খাতা পাওয়া যায়। খাতার পৃষ্ঠার সংখ্যার ওপর দাম নির্ভর করে। প্রতিটি খাতা ১০ থেকে ৫০ টাকার মধ্যে পাওয়া যায়। বাড়ির কাজ লিখে রাখার জন্য ১৫ থেকে ৪০ টাকার মধ্যে খাতা পাওয়া যায়।
কলম ও পেনসিল: প্রকারভেদে কলমের দামের কিছুটা কমবেশি হতে পারে। কলম তিন টাকা থেকে ২০০ টাকার মধ্যে পাওয়া যায়। আর পেনসিলের দাম কিছুটা কম। পেনসিল পাঁচ থেকে ৩০ টাকার মধ্যে পাওয়া যায়। একবারে ডজন হিসেবে কিনলে দাম একটু কম পড়বে।
রং পেনসিল ও পেনসিল বক্স: পেনসিল বক্সের মধ্যে বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়। তবে সে জন্য দিতে হবে কিছুটা বেশি দাম। রং পেনসিল বক্স হিসেবে কিনলে একসঙ্গে অনেক রঙের পেনসিল পাওয়া যায়। ছোট বক্সের এক ডজনের রং পেনসিলের দাম ৬০ থেকে ৮০ টাকা। এক ডজনের বড় বক্স ১২০ থেকে ১৫০ টাকার মধ্যে পাওয়া যায়। ২৪টি রং পেনসিলের বক্সের দাম ১৫০ থেকে ২০০ টাকা এবং ৩৬টি পেনসিল বক্স ৩২০ থেকে ৪০০ টাকার মধ্যে পাওয়া যাবে। বিভিন্ন আকারের পেনসিল বক্সের দাম ৫০ থেকে ২০০ টাকা। এ ছাড়া বিভিন্ন রঙের ব্যাগও পেনসিল বক্সের বিকল্প হিসেবে ব্যবহার করে অনেকে। এগুলোর দাম ২০ থেকে ৭০ টাকার মধ্যে।
ইরেজার ও শার্পনার: বাজারের বিভিন্ন আকার ও রঙের ইরেজার ও শার্পনার পাওয়া যায়। কিছুটা ছোট আকারের ইরেজারের দাম পাঁচ থেকে ২০ টাকা। বড় আকারের ইরেজার ২০ থেকে ৫০ টাকার মধ্যে পাওয়া যায়। ছোট শিক্ষার্থীদের জন্য বিভিন্ন আকৃতির শার্পনার পাওয়া যায়। আকৃতি ও রঙের ওপর এর দামের কিছুটা পার্থক্য দেখা যায়। ১০ থেকে ১০০ টাকার মধ্যে সব রকম শার্পনার কিনতে পারবেন।
স্কুলব্যাগ: নতুন বছরের শিক্ষার্থীদের জন্য সবচেয়ে প্রয়োজন স্কুলব্যাগের। আর যারা এবার প্রথম স্কুলে যাবে, তাদের ক্ষেত্রে তো নতুন ব্যাগ লাগবেই। ছোটদের কথা চিন্তা করে স্কুলব্যাগের ডিজাইনে টম অ্যান্ড জেরি, সুপারম্যান, স্পাইডারম্যানসহ বিভিন্ন কার্টুন আঁকা হয়। বই, টিফিন বক্স, পানির ফ্লাস্কসহ বিভিন্ন জিনিস নেওয়ার ফলে ব্যাগ ভারী হয়। তাই ট্রলির সুবিধা রাখা হয়েছে। বাজার ও আকৃতির ওপর ব্যাগের দাম ১৫০ থেকে ৭০০ টাকা।
টিফিন বক্স ও পানির ফ্লাস্ক: সকাল থেকে বিকেল পর্যন্ত স্কুলে থাকতে হয় শিক্ষার্থীদের। এত সময় স্কুলে থাকার জন্য অভিভাবকের সবচেয়ে বড় চিন্তা থাকে খাবার ও বিশুদ্ধ পানি নিয়ে। বিভিন্ন রকম টিফিন বক্স বাজারে পাওয়া যায়। এক তলা, দোতলা,
তিন তলাসহ বিভিন্ন রকম টিফিন বক্স বাজারে আছে। প্লাস্টিকসহ নানা উপাদানের টিফিন বক্সের দাম ৩০ থেকে ১২০ টাকা। অনেক ফ্লাস্কের পানি ঠান্ডা ও গরম থাকে, এগুলোর দাম তুলনামূলক বেশি। ৫০ থেকে ৩০০ টাকার মধ্যে ফ্লাস্ক পাওয়া যায় বাজারে।
কোথায় পাবেন: প্রায় প্রতিটি জেলা শহরে নতুন বছরের স্কুলের যাওয়ার উপকরণ পাওয়া যায়। এ ছাড়া রাজধানীর মধ্যে নিউমার্কেট, মৌচাক, গুলিস্তান, মিরপুর, মোহাম্মদপুর, আজিজ সুপার মার্কেট, চকবাজার, বাবুবাজার, কলাবাগান, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলা বাজার, নীলক্ষেতসহ বিভিন্ন স্কুলের সামনের দোকানগুলোতে এ জিনিসগুলো পাওয়া যায়। এক দোকান থেকে অনেক কিছু কিনলে ছাড় পেতে পারেন।
বাদল খান
সূত্র: দৈনিক প্রথম আলো, জানুয়ারী ১৯, ২০১০
Leave a Reply