বই পড়তে অনেকেই ভালোবাসেন। কিন্তু তা কোন ধরনের বই, ক্ল্যাসিক না বেস্ট সেলার? আপনার পছন্দের তীর কোনদিকে যাবে, জেনে নিন-
১. আপনি কোনো বইয়ের দোকান গিয়েছেন। দোকানের তাকে সাজানো রয়েছে হরেক রকমের বই। তখন আপনি-
ক. সেই বইটাই হাতে তুলে নিবেন, যেটা এখন বাজারে বেশি বিক্রি হচ্ছে।
খ. বন্ধুদের মুখে অনেক শুনেছেন, এমন কোনো বই খোঁজার চেষ্টা করবেন।
গ. মোটামুটি সব বইয়ের পাতা উল্টে দেখবেন। তারপর যেটা আপনার পড়তে ভাল লাগছে, সেটা কিনবেন।
২. আপনার জন্মদিনে বন্ধু দু’টো বই উপহার দিয়েছে। একটা ক্ল্যাসিক (যেটা আপনার আগেই পড়া হয়েছে), আর একটা অন্য নতুন বই, যা ইদানীং বেশ জনপ্রিয় হয়েছে। তখন আপনি-
ক. প্রথমেই দ্বিতীয় বইটি পড়তে শুরু করবেন।
খ. কিছুটা ভেবেচিন্তে না পড়া বইটি পড়ার সিদ্ধান্ত নিবেন।
গ. আগের পড়া ক্ল্যাসিক বইটি আরেকবার পড়বেন।
৩. সারাদিন পর বাড়ি ফিরে হাত-মুখ ধুয়ে আপনি ঠিক করলেন যে, মন ভাল করার মতো একটা গল্পের বই নিয়ে বসবেন। তখন আপনি-
ক. বেস্ট সেলার বইটি কয়েক ঘণ্টার মধ্যে পড়ে শেষ করবেন।
খ. হাতের কাছে একটা নন-ক্ল্যাসিক বেস্ট সেলার থাকলে সেটা খানিকক্ষণ একটু দেখে নিয়ে ক্ল্যাসিকটা নিয়ে বসবেন।
গ. কিছু না ভেবেই পছন্দের ক্ল্যাসিকটা পড়া শুরু করবেন।
৪. ভ্যালেন্টাইনস ডে-তে প্রিয় কোনো বন্ধু আপনাকে একটি বই উপহার দিতে চায়। কী ধরনের বই পছন্দ করেন জানতে চাইলে আপনি-
ক. যে কোনো ধরনের বই হলেই চলবে। বিশেষ কোনো পছন্দের ব্যাপার নেই।
খ. প্রথমেই বললেন ক্ল্যাসিক বইয়ের কথা।
গ. সেরকম বই-ই আপনি চান, যা পুরনো হলেও এখনও বেস্ট সেলারের তালিকায় রয়েছে।
৫. কোনো প্রতিযোগিতায় হয়তো পুরস্কার জিতেছেন, পুরস্কারের টাকা দিয়ে ইচ্ছেমতো বই কেনার সুযোগ রয়েছে। তখন আপনি-
ক. সরাসরি কোনো ক্ল্যাসিকের দিকেই ঝুঁকবেন।
খ. নিজের ভাললাগার বিচার করে বই কিনবেন।
গ. আগে দেখে নেবেন, এসময় কোন লেখকের বই বাজারে বেস্ট সেলার।
আপনার অবস্থান
০-১৫ : আপনি ভাই ক্ল্যাসিক বই পড়তেই বেশি ভালোবাসেন। বেস্ট-সেলার আর ক্ল্যাসিকের মধ্যে বাছতে দিলে আপনি যে ক্ল্যাসিকই বেছে নেবেন, সেটা নিঃসন্দেহে বলা যেতে পারে। আপনার কাছে লেখকের গুরুত্বও অনেকখানি! তাই কে লিখেছেন, কী রকম লিখেছেন, এমনকী কোনও অনামী লেখক যদি ভাল লিখে থাকেন, তাও আপনার পড়তে কোনও আপত্তি নেই।
২০-২৫ : আপনার কাছে বেস্ট সেলারের আকর্ষণটা একটু হলেও কম, কারণ আপনার কাছে লেখক, কাহিনী, এসবের গুরুত্ব অনেক বেশি। সবাই পড়ছে বলেই আপনাকেও সেই বইটাই পড়তে হবে, এমন রকম ধারণায় আপনি বিশ্বাসী নন। ক্ল্যাসিক সাহিত্যই আপনার কাছে বেশি পছন্দের বিষয় হলেও আপনি মোটামুটি দুই ধরনের বই পড়তেই ভালোবাসেন।
৪০-৫০ : আপনি কিন্তু বাজারে যে বই বেস্ট সেলার, তা পড়তেই বেশি আগ্রহী। বন্ধু-বান্ধবদের থেকে শুনেই হোক বা নিজের আগ্রহের জন্যই হোক, বেস্ট সেলার বইই আপনাকে আকর্ষণ করে বেশি, সে যেমনই হোক না কেন! এ ধরনের বই হাতে এলে আপনি তা চটপট পড়েও ফেলেন। লেখক, গল্প ইত্যাদি বিষয়ে আপনি প্রথমেই বিশেষ মাথা ঘামান না। আপনার কাছে একটি বইয়ের গুরুত্ব নির্ভর করে, তার কেমন বিক্রি তার উপর।
স্কোরকার্ড
ক ১০ খ ৫ গ ০
ক ১০ খ ৫ গ ০
ক ১০ খ ৫ গ ০
ক ৫ খ ১০ গ ০
ক ০ খ ৫ গ ১০
সূত্র: দৈনিক ইত্তেফাক, জানুয়ারী ০২, ২০১০
Leave a Reply