সম্মানীয় পাত্র মহোদয়, গত …. তারিখে প্রকাশিত ‘প্রথম আলো’ পত্রিকায় পাত্রী চাই বিজ্ঞাপন মারফত জানিতে পারিলাম যে, আপনি বিবাহের জন্য ‘সুশ্রী, প্রাণবন্ত, বুদ্ধিমতী, সাংসারিক মনোভাবাপন্ন এবং মার্জিত রুচিসম্পন্ন’ পাত্রী খুঁজিতেছেন। নিজের বিশেষণ হিসেবে উল্লেখ করিয়াছেন আপনি উচ্চ প্রতিষ্ঠিত, ২৮ বছর বয়সী অর্থাত্ টগবগে তরুণ এবং সুদর্শন। আপনি সুদর্শন জানিয়া অতিশয় খুশি হইলাম। কিন্তু আপনার এদৃশ বিবরণ আমার সকল কৌতূহল ও জিজ্ঞাসা নিবৃত্ত করিতে ব্যর্থ হইয়াছে। কারণ আমি উক্ত বিজ্ঞপ্তি পড়িয়া জানিতে পারিলাম না যে, আপনি প্রাণবন্ত, বুদ্ধিমান, সাংসারিক মনোভাবাপন্ন এবং মার্জিত রুচিসম্পন্ন কি না। আপনি পাত্রীর নিকট হইতে যে সমস্ত সুগুণ আশা করিতেছেন, আমি মনে করিতেছি যাবতীয় সুগুণাবলিই আমার রহিয়াছে কিন্তু সুদর্শন ব্যতীত বাকি সুগুণাবলি আপনার রহিয়াছে কি না তাহাও তো আমাকে জানিতে হইবে। না জানা অবধি আমি তো বুঝিতে পারিতেছি না যে, আপনি আমার যোগ্য কি না। যদি আপনি নিজেকে আমার উপযুক্ত মনে করিয়া থাকেন, তবে আপনি নিজের যাবতীয় সুগুণ উল্লেখপূর্বক পত্রিকায় পুনরায় একটি বিজ্ঞাপন দিন যাহাতে আমার দুর্লভ বায়োডাটা আমি আপনার নিকট পাঠাইয়া আপনার উপর যথার্থ অনুকম্পা করিতে পারি।
নিবেদক
জনৈক সুশ্রী, প্রাণবন্ত, বুদ্ধিমতী, সাংসারিক মনোভাবাপন্ন এবং মার্জিত রুচিসম্পন্ন পাত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়।
সূত্র: দৈনিক প্রথম আলো, ডিসেম্বর ২৩, ২০০৯
Leave a Reply