উৎসবে মোমের ব্যবহারটা আমাদের দেশের সংস্কৃতিতে নতুন হলেও বর্তমানে বেশ জনপ্রিয়। কোনো শুভ দিনকে উৎযাপন করতে কিংবা কোনো শোকের মুহূর্তকে স্মরণ করতে পাশ্চাত্যে এই মোমের ব্যবহার ছিলো জনপ্রিয়। এখন আমাদের দেশেও এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। স্নিগ্ধ আলোর আলেয়ায় কিছুটা সময় দ্রুত মুগ্ধ করে তুলতে পারে। একটা সময় মোম শুধু আলো ছড়ানোর জন্য ব্যবহৃত হলেও এখন মোম অনেকটাই ঘরের সৌন্দর্য বৃদ্ধির অংশ। ইন্টেরিয়রেও এর প্রভাব লক্ষ্য করা যায়। রঙবেরঙের মোম সাথে বৈচিত্রময় আকৃতি সব মিলিয়ে মোম বিষয়টাই অনেক বেশি নান্দনিক। এখন অনেক মোম তৈরি হচ্ছে যেগুলো সুগন্ধও ছড়ায়।
নানান আকৃতির মোম বিক্রি হয় নানান দামে। আবার সাইজের সাথেও এর দাম পরিবর্তন হয়ে থাকে। জন্মদিন বা ভালোবাসা দিবসের জন্য বিশেষ হার্ট আকৃতির মোম পাওয়া যাবে সাইজ বুঝে ১৫-২৫ টাকায়। মোমদানি সহ ক্রিসমাস মোম পাওয়া যাবে ৭০ থেকে ১০০ টাকায়, ক্লে ইলিপস ৫০টাকা, সিলিন্ডার ক্যান্ডেল পট ৮০টাকা, লাল অথবা হলুদ রঙের ক্লে রাউন্ডা রোল ৮০ টাকা, নকশা প্রদীপ ৪০ টাকা, গ্লিটার বল ৬০ টাকা, গ্লিটার সিলিন্ডার ৬০ টাকা, স্টার পিলার ১১০ টাকা, সিরামিক পট ১০০ টাকা, বর্গাকৃতির বা গোলাকার মোমের সেট ১৬০টাকা, কাপ পট ১০০ টাকা, স্পাইরাল ৬০ টাকা, ল্যাডার সেপ ১২০ টাকা, ক্লাউন ১০০ টাকা, ক্যারোগেট ভ্যালেন্টাইন ১৮০ টাকা, বাংলা বর্ণমালা সংবলিত সিলিন্ডার ক্যান্ডেল ১৬০ টাকা, পিরামিড ১৮০ টাকা, ফসটেট পিলার ২০০ টাকা, বিভিন্ন রঙের গ্লাস ক্যান্ডেল ৬০ টাকা, টেপার পেয়ার ১২০ টাকা, টিউব পেয়ার ৫৫ টাকা। এসব মোমের দাম জায়গা বুঝে কোথাও কোথাও হেরফের হতে পারে।
এসব মোম সবই বিভিন্ন দানিতে শোভা পায়। এখন অনেক মোম আছে যেগুলো ভাসমান হয়ে থাকে। এসব মোম পানির বড় জালায় ভাসিয়ে রাখা যায়। বসার ঘরের মাঝে, বেডরুমের কোনায়, ডাইনিং হলে টেবিলের নিচে সাজিয়ে ঘরে একটা নান্দনিক রূপ দেয়া সম্ভব। এসব মোম কিনতে পাওয়া যাবে ক্ষুদ্রশিল্পের বিভিন্ন দোকান, আড়ং, কে-ক্রাফট, অঞ্জনস এসব ফ্যাশন হাউজগুলোতে। এসব জায়গাতে ফ্লোটিং শাপলা পাওয়া যাবে ৮০ থেকে ১০০ টাকায়, াইসড আপেল ৮০ থেকে ১০০ টাকা, াইসড সান ফ্লাওয়ার ৩০ থেকে ৪০ টাকা, াইসড ডেইজি ফুল ৩০ থেকে ৪০ টাকা, াইসড লেডিবাগ ২০ থেকে ৩০ টাকা, নাইট কুইন এর ৬ পিস ১০০ টাকা, পদ্ম ৩০ টাকা, ঝিনুক ৩০ টাকা, কসমস ৪০ টাকা, সেঞ্চুরি ৫০ টাকা, বাটিক ৪০ টাকা, সন্দেশ (লাল ও হলুদ) ১০ টাকা, স্টার ৬ থেকে ৮ টাকা আর পান পাতা ১০ টাকা।
এছাড়া সুগন্ধি মোম পাওয়া যাবে ৩৫ থেকে ৪০ টাকায় ছোট সাইজের। বাজারে বিদেশী কিছু সুগন্ধি মোম পাওয়া যায় যেগুলো কাচের জারে বন্দি থাকে। এসব সুগন্ধি মোম পাওয়া যাবে ২৫০ থেকে ৫০০ টাকার মধ্যে। ঢাকাতে মোম কেনার জন্য যেতে পারে আড়ং এর বিভিন্ন শোরুমে। এছাড়া দেশী ফ্যাশনহাউসগুলোও মোমের বিশাল সংগ্রহ তৈরি করেছে। যেসব জায়গাতে গিফট আইটেম পাওয়া যায় সেখানেও পাবেন রকমারি মোমের বিশাল সংগ্রহ।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ডিসেম্বর ২২, ২০০৯
Leave a Reply