আর মাত্র ২ দিন। এরপরই আসছে খ্রিস্টানদের সবচেয়ে বড় আনন্দ উৎসবের দিন বড়দিন বা ক্রিসমাস ডে। এই দিনে উৎসবে মেতে উঠে সবাই। দিনটিকে ঘিরে আনন্দের আত্মপ্রকাশ ঘটানোর নানা আয়োজন চলে দেশ জুড়ে। এই দিনটিতে সবকিছু ছাড়িয়ে চলে গিফট দেয়া নেয়ার প্রতিযোগীতা। এই বড়দিন যেতে না যেতেই থাকছে আবার ইংরেজি নববর্ষের উৎসব। আর তাই উপহার কেনার প্রয়োজনীয়তাটা সবাই কমবেশি অনুভব করছে।
বড়দিনের উপহার কেনার জন্য বিভিন্ন গিফট শপগুলোতে ঢুঁ মারতে পারেন। এসব দোকানে ক্রিসমাস আর নতুন বছরকে ঘিরে থাকছে বিশাল গিফট আইটেমের সম্ভার। এছাড়া ফ্যাশন হাউজগুলোতেও পাওয়া যাবে নতুন বছরের জন্য নতুন উপহার সামগ্রী। যদি ক্রিসমাসকে উপলক্ষ করে উপহার দিয়ে চমকে দিতে চান তাহলে আস্ত একটা ক্রিসমাস ট্রি উপহার দিতে পারেন। সেই সাথে থাকতে পারে আনুষাঙ্গিক কিছু উপকরণ। এমন একটা ক্রিসমাস ট্রি কিনতে যেতে পারেন ঢাকার হাতিরপুলে অবস্থিত হলমার্ক, আর্চিস কিংবা আইসকুলে। এছাড়া চন্দ্রিমা সুপার মার্কেটেও পাওয়া যাবে এমন কিছু ক্রিসমাস গাছ। গাছ সাজানোর জন্য প্রয়োজনীয় রসদও পাবেন এখানে। এসব গাছের দাম শুরু হয় ১৫শ থেকে। পাবেন হাজার দশেক টাকার গাছও। ক্রিসমাসের উপহারের আর একটা বড় সংগ্রহ থাকছে আড়ং-এ। এখানেও পাবেন সব চমৎকার ক্রিসমাস উপহার সামগ্রী। পাওয়া যাবে নানা রঙের অ্যালুমিনিয়ামের বিভিন্ন আকারের তারা, ডেকোরেশন মিরর, রঙ-বেরঙের ক্রিসমাস বল, পাট ও জরি দিয়ে তৈরি সাজানোর জন্য তারা, বিভিন্ন সাইজের ঘন্টা। এগুলোর দাম পড়বে ২০ টাকা থেকে শুরু করে ৬০ টাকা পর্যন্ত। ছোট সাইজের সান্তাক্লজের পুতুলের দাম পড়বে ১০০ থেকে ১২০ টাকা। এছাড়া শো পিস, জুয়েলারি বক্স, আয়না, ছবির ফ্রেমও বাছাই করতে পারেন আড়ং থেকে।
উপহার হিসেবে বরাবরই শুভেচ্ছা কার্ড সবসময়ের জন্য জনপ্রিয় একটি উপহার। হলমার্ক, আরচিস, আইসকুল ছাড়াও এলাকার ছোট ছোট দোকানগুলোতেও পাওয়া যাবে শুভেচ্ছা কার্ড। তবে প্রিয়জনকে কার্ড উপহার দেয়ার জন্য একটা ভিন্ন পথও অবলম্বন করতে পারেন। প্রিয় কোনো কবিতা কিংবা উদ্দৃতি হাতে লিখে রঙিন কাগজে লিখে তৈরি করতে পারেন নিজের হাতে বানানো শুভেচ্ছা কার্ড। এর জন্য বিভিন্ন ধরনের হ্যান্ডমেইড পেপার ব্যবহার করতে পারেন। এধরনের হ্যান্ডমেইড পেপার পাওয়া যাবে ঢাকার আজিজ সুপার মার্কেট, নিউমার্কেট ও ইস্টার্ন প্লাজায়। কাগুজে এই কার্ডের জন্য নান্দনিক একটা খামও তৈরি করে নিতে পারেন। স্বচ্ছ কিছু হাতে তৈরি কাগজ কিনতে পারবেন ইস্টার্ন প্লাজার নিচ তলার বেশ কিছু দোকানে।
এতো গেলো কার্ড বানিয়ে উপহার দেবার উপায়। এছাড়া চাইলে গিফটও নিজে তৈরি করে উপহার দিতে পারেন। বাড়িতেই বানিয়ে নিতে পারেন রঙিন চকচকে ক্রিসমাস বল, পুতুল, চাঁদ, তারা ইত্যাদি। এছাড়া হাতে বানানো কাপড়ের পুতুল, গয়নার বাক্স, রঙিন মোম এসবও হতে পারে চমৎকার উপহার সামগ্রী। ঢাকাতে আর্চিস, হলমার্ক, আইসকুল ইত্যাদি জায়গাগুলোতে পাবেন নানান ধরনের উপহার সামগ্রী। আর ভিন্ন ধরনের উপহার কিনতে যেতে পারেন আজিজ সুপার মার্কেট, গুলশান ১ নম্বর মার্কেট, পিংক সিটি, বসুন্ধরা সিটি ইত্যাদি শপিংমলগুলোতে।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ডিসেম্বর ২২, ২০০৯
Leave a Reply