‘জেদ’ জিনিসটা মাঝেমধ্যেই আমাদের দিগ্বিদিকজ্ঞানশূন্য করে তোলে। তার ফলে আমরা প্রায়ই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। আপনিও কি তেমনি?
১. আপনার কোনো বিশেষ বন্ধুর সাথে ভুল বোঝাবুঝি হয়েছে। তখন আপনি-
ক. কিছুতেই নিজে থেকে এগিয়ে গিয়ে সবকিছু মিটমাট করে নেবেন না। তাতে বন্ধুত্ব ভেঙ্গে গেলে যাক।
খ. মন চাইছে বিষয়টি মিটমাট করতে, তবে জেদের কারণে আপনি চুপ থাকবেন।
গ. আপনি নিজে থেকেই এগিয়ে গিয়ে সবকিছু মিটমাট করে নেবেন।
২. আপনাকে হঠাৎ কেউ হয়তো চ্যালেঞ্জ করেছে। কিন্তু সেই কাজটি আপনাকে দিয়ে হবে না। তখন আপনি-
ক. অবশ্যই ওই কাজটি করবেন, কেননা এটা ইজ্জত কা সাওয়াল।
খ. কাজটি আপনাকে দিয়ে না হলেও দু’বার ভেবে শুরু করবেন।
গ. কাজটি আপনি কখনো করবেন না, কারণ জেদের বশে ভুল সিদ্ধান্ত নেয়া উচিত নয়।
৩. আপনাকে হয়তো কেউ প্রোপোজ করেছে। কিন্তু তার সঙ্গে আপনার পুরনো কোনো অপ্রিয় স্মৃতি রয়েছে। সে কথা মনে পড়ায় আপনি-
ক. তাকে সেখানেই ‘না’ বলে দেবেন।
খ. একটু সিরিয়াসলি ভেবে ইচ্ছা থাকলেও ‘না’ করে দেবেন।
গ. তাকে কিছুতেই ‘না’ বলবেন না।
৪. আপনার বাসার সবাই বেড়াতে যাচ্ছে। কিন্তু আপনার সেখানে যেতে ইচ্ছা করছে না। তখন আপনি-
ক. একটু জেদ ধরে ঠিকই সবার সঙ্গে যাবেন।
খ. আপনি কোনো মতেই অপছন্দের জায়গায় যাবেন না।
গ. বেড়ানোর মজাটা মিস করতে চান না বলেই সিদ্ধান্ত বদলাবেন।
৫. আপনার পছন্দের মানুষটির সঙ্গে অনেক আগেই ব্রেক-আপ হয়ে গেছে। সে আবার আপনার কাছে ফিরে আসতে চাইছে। তখন আপনি-
ক. খুব ভালভাবেই ফিরে আসার সুযোগ দেবেন।
খ. কয়েকবার ভেবে জেদ ভুলে তাকে ফিরে আসতে বলবেন।
গ. আপনি কোনোভাবেই তাকে ফেরার সুযোগ দেবেন না।
০-১৫ : আপনি খুব একটা জেদি নন। তাই জেদের বশে ভুল সিদ্ধান্ত নেন না। ব্যাপারটা একদিক থেকেই ভাল, কারণ ভুল সিদ্ধান্ত নেয়ার জন্য আপনাকে অনুতাপ করতে হয় না।
২০-৩৫ : আপনার একটু আধটু জেদ রয়েছে। যার জন্য প্রায় আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন। তবে নিজের মনের কথাটাও অনেক সময় আপনি জেদের বশে কারো কাছে প্রকাশ করেন না। এটা ঠিক নয়।
৪০-৫০ : আপনি অসম্ভব জেদি। যা মোটেও একজন সুস্থ মানসিকতার মানুষ হিসেবে বিবেচিত নয়। জেদের বশে আপনি মাঝেমধ্যেই অন্ধ হয়ে যান, যা আপনার জীবনে অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
স্কোর কার্ড
১. ক- ১০ খ-৫ গ-০
২. ক- ১০ খ-৫ গ-০
৩. ক- ১০ খ-৫ গ-০
৪. ক- ৫ খ-১০ গ-০
৫. ক- ০ খ-৫ গ-১০
Leave a Reply