চেতনায় বিজয়ের বাণী
ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। প্রতিবছর এই মাসটি আমাদের মাঝে উজ্জ্বীবিত করে তোলে স্বাধীনতার চেতনতাকে। ১৯৭১ সালে এই মাসটি ছিল বাংলাদেশীদের জন্য নতুন করে জন্ম নেবার মাস। পাক হানাদের হাত থেকে দেশকে রক্ষা করতে এই জাতি বুক পেতে দিয়েছিল অস্ত্রের সামনে এই মাসটিতে এসেছিল সেই বহু প্রতিক্ষীত বিজয়। একে স্মরণ করতে আমরা বিজয়কে ধারণ করি আমাদের পূর্ণ জীবনযাত্রায়। তারই নানান অনুষঙ্গ নিয়ে এই সপ্তাহে কড়চা মূল ফিচার। লিখেছেন এমএইচ মিশু
বিজয়ের এই মাসে জীবন যাত্রার প্রায় প্রতিটি পদেই যেন আমরা স্বদেশকে স্মরণ করতে মরিয়া হয়ে উঠি। পোশাক আশাক থেকে শুরু করে দামি গাড়ির বনেটে সুতায় বুনা জাতীয় পতাকা টাঙ্গিয়ে আমরা নিজেদের দেশপ্রেমকে প্রদর্শিত করি। জাতীয় পতাকার লাল সবুজ রঙ যেন ছড়িয়ে যায় আমাদের সবকিছুকে। ফ্যাশন হাউজগুলো এই সময়ে পতাকার রঙে রাঙিয়ে তোলে ফ্যাশনের প্রতিটি অংশ। প্রতি বছরের ন্যায় এইবছরও তার ব্যতিক্রম হয়নি। শহরময় জুড়ে থাকা ছোট বড় প্রায় প্রতিটি ফ্যাশন হাউজই এনেছে জাতীয় পতাকার রঙে আবৃতি পোশাক। এক্ষেত্রে মেয়েদের পোশাকে লক্ষণীয় শাড়ি, সালোয়ার কামিজ আর ওড়না। কিছু ফ্যাশন হাউজ শীতের চাদরেও ঢেলে দিয়েছে জাতীয় রঙ। পুরুষদের পোশাকে আছে পাঞ্জাবি, টি-শার্ট, ফতুয়া। বিগত বছরগুলোর তুলনায় এবছর যুদদ্ধপরাধীদের বিচারকে কেন্দ্র করে বেশ কিছু ফ্যাশন হাউজ নিয়ে এসেছে নান্দনিক ডিজাইনের টি-শার্ট, ফতুয়া, পাঞ্জাবি। তবে ফ্যাশন হাউজগুলোর বিজয় দিবসের রঙে তরুণদের যতটা আগ্রহ ছিল ততটা ছিল না পৌঢ়দের। তবুও ফ্যাশন হাউজগুলো ঢালাওভাবে বিজয় দিবসের আয়োজন করেছে। একটা সময় ছিল ১৬ ডিসেম্বর মানেই রাত জেগে চটের সুতায় কাগুজে জাতীয় পতাকা এঁটে ছাদে ছাদে ঝান্ডা ওড়ানোর প্রতিযোগিতা। কিন্তু সে ধারাতে এসেছে পরিবর্তন। এখন বিজয় দিবসের পতাকা শোভা পায় গাড়ির বনেটে কিংবা রেডিও এন্টেনাতে। ছাদে ছাদে জাতীয় পতাকা ওড়লেও তার আধিক্য যেন আর আগের মতো নেই। তবে রাজপথে কিন্তু এখনো সড়ক পতাকা বিক্রেতারা। নানান মাপের পতাকার বাঁশি ঝুলিয়ে তারা বিক্রি করে এই মাসটিতে। বিজয়কে বুকে ধারণ করতে পিছিয়ে নেই আমাদের প্রযুক্তিবিদরা। মোবাইল ফোন অপারেটর থেকে শুরু করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার সবাই যেন সজাগ বিজয়ের মাসকে স্মরণ করতে। তবুও যেন কিছুটা বাকি থেকে যায়। বাকি থেকে যায় সঠিক মাপের সঠিক রঙ নির্বাচন করে পতাকা তৈরির। সঠিক সময়ে সঠিক জায়গাতে জাতীয় পতাকা টাঙ্গানোর অভ্যাস আর বাকি থেকে যায় নতুনদের মাঝে বিজয়ের উল্লাস স্বাধীনতার পূর্ণ অর্থ আর ৭১-এর ভেসে যাওয়া প্রাণগুলোর আহাজারি। বিজয়ের মাসে আমাদের শপথ হবে শুধু একটা মাস নয় পুরো একটা জীবন আমরা ধারণ করবো আমাদের স্বাধীনতাকে।
সূত্রঃ দৈনিক ইত্তেফাক, ডিসেম্বর ১৫, ২০০৯
Leave a Reply