কণ্ঠস্বর মানুষের এক অমুল্য সম্পদ। সুন্দর কণ্ঠস্বর সবারই কাম্য। বিশেষ করে যারা কণ্ঠস্বর-নির্ভর পেশা যেমন-শিক্ষকতা, রাজনীতি, অভিনয়, আবৃত্তি, সংবাদ পরিবেশন, সঙ্গীত ইত্যাদিতে জড়িত তাদের কাছে সুন্দর কণ্ঠস্বর কতটা প্রয়োজন তা বলাই বাহুল্য। কণ্ঠস্বর বিকৃতি কিংবা কণ্ঠস্বর নষ্ট হওয়ার অনেক কারণ রয়েছে। মুলত স্বরধ্বনি শ্বাসযন্ত্রের যে অংশ থেকে তৈরি হয় সেখানকার বিভিন্ন অসুখের সুচনাতেই স্বরভঙ্গ ঘটে কিংবা কণ্ঠস্বর ভেঙে যায়। কিন্তু আশার কথা হচ্ছে, এসব সমস্যার অধিকাংশই সেরে ওঠে প্রয়োজনীয় ওষুধপত্র, সময়োচিত উপদেশ তথা যথাযথ চিকিৎসার মাধ্যমে। এই বাস্তবতায় ১৩ মে ২০০৮ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা ও হেড-নেক সার্জারি (ইএনটি) বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রথম জাতীয় মাইক্রোল্যারিঞ্জিয়াল সার্জারি (ফোনোসার্জারি বা কণ্ঠস্বর সম্পর্কিত শৈল্য চিকিৎসা) বিষয়ক কর্মশালা। মাইক্রোল্যারিঞ্জিয়াল সার্জারির এই কর্মশালায় মুল আকর্ষণ ছিল লেজার সার্জারি। ইউরোপের বিভিন্ন দেশে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণের পর প্রথমবারের মতো দেশের কোনো জাতীয় কর্মশালায় কণ্ঠনালীর ওপর লেজার রশ্মি প্রয়োগে অপারেশন করলেন দেশের প্রখ্যাত নাক কান গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা.
মোঃ জিল্লুর রহমান। লেজারনির্ভর কণ্ঠনালীর লাইভ সার্জারি প্রদর্শনসহ বৈজ্ঞানিক নিবন্ধ উপস্হাপন করতে গিয়ে অধ্যাপক জিল্লুর রহমান বলেন, কণ্ঠনালীর সুক্ষ্ম অপারেশনসহ নাক কান গলার অনেক অপারেশনই অত্যন্ত সফলভাবে লেজারের মাধ্যমে করা যায়। গত কয়েক মাস ধরে নাক কান গলায় বিভিন্ন ধরনের লেজার সার্জারি করছেন তিনি। লেজার হচ্ছে বিশেষ ধরনের আলোকরশ্মি। এই রশ্মিকে ব্যবহার করা হয় অপারেশনের জন্য ব্যবহৃত ব্লেডের বিকল্প হিসেবে কিংবা বৈদ্যুতিক প্রবাহ দিয়ে পুড়িয়ে দেয়ার উন্নত বিকল্প প্রযুক্তি হিসেবে। লেজারের সুবিধা হচ্ছে, অত্যন্ত সরু এবং সুক্ষ্ম রেখার মতো এটি যেমন কাটতে পারে, তেমনি কাটা অংশটুকু কতটুকু গভীর হবে তাও আগে থেকে নির্দিষ্ট করে দেয়া যায়। লেজার রশ্মি একই সঙ্গে কাটে এবং রক্তক্ষরণ বন্ধ করতে পারে।
নাক কান গলা বিষয়ে যেসব অপারেশন লেজার রশ্মি প্রয়োগে করা যায় সেগুলো হচ্ছে-
–নাকের টারবিনোপ্লাস্টি বা নাসারন্ধ্রে বেড়ে যাওয়া মাংসপিন্ডকে সংকুচিত করে দেয়া। –নাকের পলিপ কেটে ফেলা। –কানের পলিপ কেটে ফেলা। –জিহ্বার কিংবা গালের ভেতরের দিকে অস্বাভাবিকভাবে বেড়ে ওঠা মাংসপিন্ড কিংবা টিউমার/ক্যাসারের অপারেশন। –নাকডাকা কিংবা ঘুমের মধ্যে শ্বাসকষ্টের জন্য প্রযোজ্য অপারেশন। –টনসিলের অপারেশন, কণ্ঠনালীর ভোকাল কর্ডে বেড়ে ওঠা বিভিন্ন ধরনের পিন্ড কেটে ফেলা। ক্স নাকের ভেতর দিয়ে, চোখ দিয়ে অনবরত পানি পড়া দুর করার জন্য প্রযোজ্য অপারেশন ইত্যাদি।
লেজার প্রযুক্তির মাধ্যমে এসব অপারেশনের বাড়তি সুবিধা হলো-
–অপারেশন সুনির্দিষ্টভাবে দরকারী স্হানে করা যায় বলে কাটাছেঁড়া অনেক কম লাগে, ফলে অপারেশনজনিত আঘাত কম হয়। –রোগী তুলনামুলকভাবে অপারেশনের পর অনেক কম ব্যথা অনুভব করে। –খুব কম সময় হাসপাতালে থাকতে হয়। –লেজার দিয়ে কাটাছেঁড়া করা হয় বলে রক্তক্ষরণ হয় না বললেই চলে। –রোগী দ্রুত সেরে ওঠে
—————–
আতাউর রহমান কাবুল
আমার দেশ, ৩ জুন ২০০৮
জাকির বেপারী
সুধী,
নাক কান গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা.মোঃ জিল্লুর রহমান-এর ঠিকানাটা দরকার ছিল।
দয়াকরে যদি আমার ই-মেইলে পাঠাতেন তাহলে উপকৃত হতাম
Md.yousuf
my age is 25 years.my problem is nose.my problem is polyp.Iam two years ago doing opparation.but not be benifit.now again happening polyp.please tell me now what can I do.
Md. Musabbir Khan
I want to know the adress of Professor Dr. Md. Zillur Rahman for medical purpose. Please send the adress to my e-mail adress. Thank you.
অসীম চক্রবর্ত্তী
চট্টগ্রামে ভোকাল কর্ড পলিপের লেজার সার্জারী কোন হাসপাতালে করা হয়?