১৯ আগস্ট ঢাকা ফটোগ্রাফিক ইনস্টিটিউটের পক্ষ থেকে পালন করা হলো আন্তর্জাতিক আলোকচিত্র দিবস। এ উপলক্ষে চার দিনব্যাপী আলোকচিত্র উৎসবের আয়োজন করা হয়। এতে ছিল আলোকচিত্র প্রদর্শনী, প্রতিযোগিতা, সম্মাননা প্রদান, চলচ্চিত্র প্রদর্শনী, ডিজিটাল ছবির ওপর কর্মশালাসহ আরিফুর রহমানের একক আলোকচিত্র প্রদর্শনী।
শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে একটি শোভাযাত্রার মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক ও ছড়াকার নূর হোসেন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও আলোকচিত্রী আক্কাস মাহমুদ এবং কবি, সাংবাদিক ও আলোকচিত্রী দিলদার হোসেন।
সমাবেশে বক্তারা আলোকচিত্রের উন্নয়নে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ফটোগ্রাফিক ইনস্টিটিউটের পরিচালক শহীদুজ্জামান বাদল।
সূত্র: দৈনিক প্রথম আলো, সেপ্টেম্বর ০১, ২০০৯
Leave a Reply