চলছে ঋতুবদলের পালা। আবহাওয়ায়ও দেখা যাচ্ছে পরিবর্তন। এ সময়টায় তাই ঘরের বইপত্র ও আসবাবের বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন।
আসবাবপত্রের যত্ন
ঢাকার পান্থপথ মোড়ে ২৫ বছর ধরে কাঠমিস্ত্রির কাজ করছেন শংকর সাহা।
আসবাবপত্র ভালো রাখার কয়েকটি টিপস তিনি দিয়েছেন-
— আসবাবপত্র মোছার জন্য শুকনো ও নরম কাপড় ব্যবহার করা উচিত। নিয়মিত মুছলে ধুলা জমতে পারবে না। কেননা কাঠের আসবাপত্রে ধুলা জমলে নষ্ট হয়ে যাবে। ভেজা কাপড় দিয়ে মুছলে আসবাবের ওপর দাগ হয়ে যাবে।
— আসবাবপত্র ভেজা ও স্যাঁতসেঁতে জায়গায় রাখা উচিত নয়, এতে কাঠ নষ্ট হয়ে যায়। লোহার আসবাবে মরিচা পড়ে।
— যেকোনো আসবাবপত্রই সব সময় পানি থেকে দূরে রাখুন। তাই বর্ষার সময় আসবাবপত্র এমনভাবে রাখুন যাতে পানির সংস্পর্শে না আসে।
— বছরে দুবার পলিশ করানো উচিত। শীতের সময় পলিশ করালে বেশি ভালো, এতে আসবাবপত্রের চকচকে ভাব বজায় থাকে।
— কাঠের আসবাবপত্রে পোকামাকড়ের উপদ্রব প্রতিরোধ করতে কীটনাশক ব্যবহার করুন। সে ক্ষেত্রে ন্যাপথলিন, মোম, স্পিরিট ও নিম তেলের স্প্রে ব্যবহার করা যেতে পারে।
— কখনোই কড়া রোদে আসবাবপত্র রাখবেন না। এতে রং হালকা হয়ে যায়, ফাটলও ধরে যাবে।
— পর্যাপ্ত আলো-বাতাসপূর্ণ জায়গায় আসবাবপত্র রাখুন।
— বৃষ্টির সময় জানালা ঠিকভাবে বন্ধ করুন, যাতে পানি ছিটকে আসবাবপত্রে না পড়ে।
— আর কিছুদিন পর আসবাবপত্র পলিশ করিয়ে রোদে শুকিয়ে রাখুন।
— বেশি তাপ ও আর্দ্রতা থেকে আসবাবপত্র দূরে রাখুন।
বইয়ের যত্ন
‘এই সময়ে বাতাসে আর্দ্রতা বেশি থাকে। এ সময় সঠিকভাবে যত্ন না নিলে দেখা যায়, বই নষ্ট হয়ে গেছে, আর পুরোনো বই হলে তো কথাই নেই।’ কথাগুলো বলছিলেন ঢাকা পাবলিক লাইব্রেরির জুনিয়র লাইব্রেরিয়ান হারুনুর রশীদ। বর্ষায় বইয়ের যত্ন সম্পর্কে তিনি কিছু পরামর্শ দিয়েছেনঃ
— বই সব সময় পানি থেকে দূরে রাখুন। শুষ্ক স্থানে বই ভালো থাকে।
— বইয়ের ওপর ধুলা জমতে দেবেন না। শুকনো ও নরম কাপড় দিয়ে বই নিয়মিত মুছুন।
— খাড়াভাবে বই রাখুন। চাপাচাপি করে রাখলে বই নষ্ট হয়ে যায়।
— পোকামাকড়ের উপদ্রব যাতে না হয় সে জন্য বইয়ের ভেতর ন্যাপথলিন রাখুন। তাতেও কাজ না হলে রোদে শুকিয়ে বইয়ের ভেতর ঝিলিক পাউডার রেখে দিতে পারেন। তবে কড়া রোদে বই রাখা উচিত নয়।
— স্যাঁতসেঁতে ও ভেজা জায়গায় বই রাখবেন না। পর্যাপ্ত আলো-বাতাস রয়েছে, এমন স্থানে বই রাখুন।
— ১৫ দিন অন্তর বইয়ের সেলফ পরিষ্কার করুন। ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে করলে ভালো হয়।
— দুর্লভ বইগুলো লেমিনেট বা বাঁধাই করে রাখতে পারেন।
— নিউজপ্রিন্ট কাগজ পানি বেশি শোষণ করে। তাই এ কাগজের বইগুলোর দিকে আলাদা যত্ন নিন।
পরিষ্কার-পরিচ্ছন্নতা কোনো কিছু ভালো রাখার মূলতন্ত্র। তাই বই বা আসবাবপত্র যা-ই হোক না কেন তা সঠিকভাবে যত্ন করুন, যেন তা দীর্ঘস্থায়ী হয়।
সূত্রঃ দৈনিক প্রথম আলো, আগস্ট ১৮, ২০০৯
Leave a Reply