ভারতীয় খাবারের বিচিত্র স্বাদ
হোটেল দি ওয়েস্টিন ঢাকায় শুরু হয়েছে ভারতীয় খাবারের উৎসব ‘টেস্ট অব ইন্ডিয়া’। চলবে ১৫ আগস্ট পর্যন্ত। এ আয়োজনে নয়াদিল্লির পাঁচ তারকা হোটেল ‘লা মেরিডিয়ান’ থেকে ঢাকায় এসেছেন শেফ মুকেশ কুমার শর্মা ও বিক্রম সিংহ। তাঁরা নানা পদের কারি, বিরিয়ানি, তন্দুরি ও মিষ্টি তৈরিতে সিদ্ধহস্ত। টেস্ট অব ইন্ডিয়ার এ আয়োজনে থাকছে বাহারি পদের সালাদ, স্যুপ, তন্দুরি কাবাব, বিরিয়ানি, রাবড়ি, হালুয়া, ফিরনি ইত্যাদি।
আলোকচিত্র প্রশিক্ষণ
ঢাকা ফটোগ্রাফিক ইনস্টিটিউটে শুরু হয়েছে এক বছর মেয়াদি ডিপ্লোমা ইন ফটোগ্রাফি কোর্স। এতে ডিজিটাল ক্যামেরা পরিচালনা, ছবি সম্পাদনা ও বিভিন্ন ধরনের ছবি তোলা শেখানো হবে। ভর্তির জন্য এলিফ্যান্ট রোডের সাহেরা ট্রপিক্যাল সেন্টারে যোগাযোগ করতে হবে।
ছেলেদের সৌন্দর্যসেবায় ছাড়
ছেলেদের সৌন্দর্যচর্চাকেন্দ্র বয়েজ অপশন সম্প্রতি তাদের যাত্রা শুরু করল। এ উপলক্ষে গ্রাহকদের জন্য থাকছে সব ধরনের সৌন্দর্যচর্চায় বিশেষ ছাড়। ছাড় চলবে বয়েজ অপশনের মিরপুর-১০-এর সৌন্দর্যচর্চাকেন্দ্রে।
ফ্যাশন হাউসের নতুন শাখা
ঢাকার আজিজ সুপার মার্কেটের নিচতলায় তারা মার্কা ফ্যাশন হাউসের নতুন শাখা চালু হলো। এদিন উপস্থিত ছিলেন গান্ধী আশ্রমের সচিব ঝর্ণাধারা চৌধুরী, মার্কেট সমিতির সভাপতি আলমগীর হোসেনসহ অনেকে। এই শাখা সাজানো হয়েছে তাঁতের কাপড়ের ফতুয়া ও পাঞ্জাবি দিয়ে।
বইয়ের মেলা
ঢাকার শাহবাগের পাবলিক লাইব্রেরিতে চলছে ঐতিহ্য বার্ষিক মূল্যছাড়ে বই উৎসব। এটি ১৫ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত চলবে। উৎসবে পাঠকেরা প্রকাশনা সংস্থা ঐতিহ্য প্রকাশিত বইসমূহ ২৫ থেকে ৬৫ শতাংশ পর্যন্ত ছাড়ে কিনতে পারবেন।
এক দোকানে অনেক কিছু
১ আগস্ট ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে উদ্বোধন হলো ফ্যাশন হাউস একসট্যাসির নতুন শাখা। উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী তানজীম আশরাফুল হক। নতুন এই ফ্যাশন হাউসে দুই হাজার টাকার পণ্য কিনলে পাওয়া যাবে বিশেষ পুরস্কার। এখানে পাওয়া যাচ্ছে মেয়েদের টপস, টি-শার্ট, কুর্তা, জিনস প্যান্ট, ব্যাগ, স্যান্ডেল, খেলার পোশাকসহ নানা পোশাক। ছেলেদের জন্য আছে স্যুট-কোট, টাই, টি-শার্ট, ফতুয়া, জিনস প্যান্ট, ফুলহাতা ও হাফহাতা শার্ট, চামড়ার বুট, জুতা, স্যান্ডেল, মানিব্যাগ, খেলার পোশাক। আর অছে নানা ব্র্যান্ডের সুগন্ধী এবং শিশুদের পোশাক ও খেলনা।
ফ্যাশন ডিজাইন কর্মশালা
ফ্যাশন ডিজাইনার শাহরুখ শহীদের তত্ত্বাবধানে তিন মাসব্যাপী ফ্যাশন ডিজাইন কর্মশালা শুরু হতে যাচ্ছে। ফি ১২ হাজার টাকা। আবেদন করার শেষ তারিখ ১৭ আগস্ট। প্রশিক্ষণ শেষে সনদপ্রাপ্তদের এক পোশাক প্রদর্শনীর আয়োজন করা হবে। ফরম পাওয়ার ঠিকানাঃ ১০৭/১ আজিমপুর রোড, ঢাকা।
কেওক্রাডং অভিযান
নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশ (এনএসিবি) ১২ আগস্ট থেকে ‘এভারেস্ট যেতে কেওক্রাডং চলো’ শীর্ষক এক অভিযান আয়োজন করেছে। তিন দিন চার রাতব্যাপী এ আয়োজনে সদস্যরা বান্দরবানের রুমা থেকে হেঁটে বগা লেক এবং সেখান থেকে কেওক্রাডংয়ের উদ্দেশে যাত্রা করবেন। আগ্রহীরা আজ সন্ধ্যা ছয়টার মধ্যে কে কমপ্লেক্স, গ্রীন রোড, এনএসিবির কার্যালয়ে যোগাযোগ করতে পারেন।
পোশাক প্রদর্শনী
ফ্যাশন ডিজাইনার এমদাদ হকের ফ্যাশন পাঠশালার শিক্ষার্থীদের তৈরি করা পোশাকের প্রদর্শনী হতে যাচ্ছে। ঢাকায় ধানমন্ডির দৃক গ্যালারিতে ১৩ ও ১৪ আগস্ট দুই দিনব্যাপী এ প্রদর্শনী চলবে রাত আটটা পর্যন্ত।
তাঁতবস্ত্রের সূচিকর্ম
তাঁতজাত কাপড়ের ঐতিহ্যবাহী সূচিকর্মকে আধুনিকভাবে উপস্থাপন করে নতুন পোশাক এনেছে ফ্যাশন হাউস কে ক্র্যাফট। ঈদের বিশেষ এ পোশাকগুলো এখন পাওয়া যাচ্ছে কে ক্র্যাফটের সবগুলো শোরুমে। থাকছে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি, শার্ট ও শিশুদের পোশাক।
বর্ষায় চা-বাগানে বেড়ানো
এলিগ্রো ট্যুরস আয়োজন করেছে বর্ষায় সিলেট-শ্রীমঙ্গল ভ্রমণ। চা বাগান, জাফলং, মাধবকুণ্ডের ঝরনা, লাউয়াছড়া ও অন্যান্য দর্শনীয় স্থান ঘুরে দেখানোর ব্যবস্থা আছে এই ভ্রমণে। বিস্তারিত জানতে ফোন করুন ০১৮১৯৯৯১৭৮৬ নম্বরে।
শুরু হচ্ছে পর্যটন মেলা
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্লাজা সেন্টারে শুরু হচ্ছে ‘ঢাকা ট্যুরিজম ফেয়ার-২০০৯’। ১২ থেকে ১৪ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭টা পযৃন্ত চলবে এ মেলা। বাংলাদেশের নানা দর্শনীয় স্থানের বিভিন্ন্য পর্যটন সেবার সমন্বয় থাকবে এখানে। এ ছাড়া থাকছে র্যাফল ড্রতে নানা পুরষ্কার জেতার সুযোগ। মেলার আয়োজক পর্যটন বিচিত্রা।
সূত্র: দৈনিক প্রথম আলো, আগস্ট ১১, ২০০৯
Leave a Reply