বিশ্বজুড়ে শিক্ষা স্পেশালাইজেশন হবার কারণে এর চাহিদাও ব্যপক ভাবে বেড়ে চলেছে। এমনই একটি স্পেশালাইজড কোর্স হচ্ছে এসিসিএ এবং সিএটি, যা এ্যাকাউন্টেন্সীর উপর বিশেষ প্রফেশানাল কোর্স। এই কোর্স সম্পন্ন করে একজন শিক্ষার্থী একাউন্টিং, ফিন্যান্স-প্রভৃতি ক্ষেত্রে নিজেকে বিশ্বব্যাপী সফল পেশাদার ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে।
এসিসিএ হচ্ছে বিশ্বজুড়ে একটি সার্বজনীন স্বীকৃত এবং গ্রহণযোগ্য প্রফেশনাল ডিগ্রী যার রয়েছে ব্যাপক চাহিদা। এ কারণেই এসিসিএ (অঈঈঅ দ্য এসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড একাউন্ট্যান্ট)’র একটি স্বতন্ত্র কাজের ক্ষেত্র তৈরি হয়েছে। যে কোন স্টুডেন্ট মাত্র তিন বছরে এসিসিএ’র মতো প্রফেশনাল ডিগ্রী অর্জন করতে পারে, অন্যদিকে (ঈঅঞ) করার পর সময় লাগে প্রায় চার বছর। এ কোর্সটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে যে কেউ সরাসরি এটি করতে পারে যদি তার বয়স হয় ২১ বছর। সিএটি’তে সর্বমোট নয়টি পেপার সম্পন্ন করতে হয় এবং এতে সময় লাগে দেড় বছর। সিএটি করার পর এসিসিএ’র প্রথম পার্ট সম্পন্ন হয়ে যায়। তাই কোন স্টুডেন্ট খুব সহজেই দ্বিতীয় পার্ট থেকে এসিসিএ শুরু করতে পারে। এই ধাপটি কৃতিত্বের সাথে সম্পন্ন হয়ে গেলে সে আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রী আর্জন করে যেটা তার শিক্ষা এবং ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করে দেয়।
যদিও কৃতিত্বের সাথে এর উপর ডিগ্রি গ্রহণ করা অনেকটা কঠিন তবুও বাংলাদেশে কোর্সটি ব্রিটিশ কাউন্সিলে পরীক্ষা দেওয়ার মাধ্যমে সম্পন্ন করা যাচ্ছে। বাংলাদেশ এই কোর্স পরিচালনাকারী প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হচ্ছে- চার্টার্ড ইউনিভার্সিটি কলেজ। ২০০১ সাল থেকে প্রতিষ্ঠানটি সিএটি এবং এসিসিএ কোর্সগুলো পরিচালনার জন্য সুনাম অর্জন করে চলেছে। এদের পড়ালেখার মান অত্যন্ত উন্নত যার কারণে কলেজের শিক্ষার্থীদের পরীক্ষায় সফলতার হার সর্বাধিক। শুধু তাই নয় ছাত্রছাত্রীর সংখ্যা বেশি হওয়ায় এপ্রিল মাস থেকে ব্রিটিশ কাউন্সিল এদের জন্যে পৃথক ব্যাচে পরীক্ষার ব্যবস্থা করে আসছে। সর্বশেষ সংস্করণের পাঠ্যবই সমৃদ্ধ লাইব্রেরি, নিয়মিত প্র্যাকটিস টেস্ট, শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণী কক্ষ প্রভৃতি সুবিধাদিছাড়াও প্রতিষ্ঠানটির পুরো শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক প্রক্রিয়া পরিচালিত হয়ে আসছে বিশিষ্ট্য শিক্ষাবিদ আনিসুর রহমান খানের সুযোগ্য তত্বাবধানে। এ কলেজে সিএটি কোর্সের সকল শিক্ষকই সিএটি কোয়ালিফাইড এবং এসিসিএ কোর্সের শিক্ষকরা এসিসিএ মেম্বার। এদের অনেকেই ইংল্যান্ডের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান যেমন- বিপিপি, কাপলান, এলসিএ, এলএসবিএফ প্রভৃতি থেকে কোর্স করার অভিজ্ঞতা। এডেক্সেলের ডিপ্লোমাগুলো অর্জনের মাধ্যমে শিক্ষার্থী বিদেশী ইউনিভার্সিটির স্নাতক পর্যায়ের দ্বিতীয় বর্ষে ও শেষ বর্ষে সরাসরি ভর্তি হতে পারে। এছাড়াও এসিসিএ ফান্ডামেন্টাল লেভেল শেষ করার পর বিএসসি (অনার্স) ইন এপ্লাইড একাউন্টিংস (অক্সফোর্ড ব্রুকস্ ইউনিভার্সিটি, ইউকে) ডিগ্রী পাওয়ার জন্য চার্টার্ড ইউনিভার্সিটি কলেজ একাডেমিক ও মেন্টর সাপোর্ট দিয়ে থাকে। যোগাযোগ : ০১৭২০৫৫৩২৭৬-৯।
সূত্র: দৈনিক ইত্তেফাক, আগস্ট ০১, ২০০৯
Leave a Reply