ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সংক্ষেপে এমআইএস সম্পর্কে আমরা কমবেশী সবাই পরিচিত। আজকাল মধ্যমমানের প্রতিষ্ঠান থেকে শুরু করে ফরচুন ৫০০ কোম্পানীগুলোর মধ্যে এমআইএস বিভাগ ছাড়া কোন প্রতিষ্ঠান কল্পনাই করা যায় না। বলা হয়ে থাকে যে, বর্তমান যুগে যে যত বেশী তথ্য সমৃদ্ধ সে তত বেশী শক্তিশালী। তথ্যের সমৃদ্ধি নির্ভর করে এর সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর। আর তাই ম্যানেজমেন্ট ইনফরমেশন সিষ্টেম বিভাগ প্রত্যেক ভাল প্রতিষ্ঠানে অতীব জরুরী। এ বিভাগ দক্ষতার সাথে পরিচালনার জন্য চাই উপযুক্ত শিক্ষা সম্পন্ন ব্যবস্থাপক। এমআইএস ম্যানেজার হতে হলে এমআইএস রিলেটেড ডিগ্রী বা মাস্টার্স করা প্রয়োজন যা অনেকাংশে সাহায্য করে। এমআইএস ম্যানেজার হওয়ার জন্য লিডারশীপে দক্ষ হতে হয়। বিভিন্ন ওয়ার্কিং এনভারমেন্টে আইটি কর্মীদের দিয়ে কাজ করানোর যোগ্যতা থাকতে হয়। বিজনেস ট্রানজেকশন প্রসেসিং, কাষ্টমার রিলেশনশীপ ম্যানেজমেন্ট, স্টেটিজিক ডিসিশন মেকিং, রিসোর্স অপটিমাইজেশনসহ গুরুত্বপূর্ন ব্যবসায়িক কার্যক্রম সম্পন্ন করা বা করতে সহায়তা করাই ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) এর মূল কাজ। এমআইএস ব্যবসায়ে নতুনমাত্রা, ব্যবসার নতুন ক্ষেত্র বা বাজার তৈরি, তুলনামূলক প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের অবস্থান মূল্যায়ন বা অবস্থানে করনীয় নির্ধারন এমনতর গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহন এবং দৈনন্দিন কার্যক্রম থেকে শুরু করে কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ পর্যন্ত সহায়তা করে থাকে।
ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিসটেমস বিষয়ে মাস্টার্স প্রোগ্রাম প্রতিষ্ঠালগ্ন থেকে পরিচালনা করে আসছে। বিশ্ববিদ্যালয়ের ডীন খ্যাতনামা প্রযুক্তিবিদ প্রফেসর ড. গোলাম মাওলা চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে একজন পূর্ণকালীন সমন্বয়কারীর অধীনে এম.এস. ইন এম. আই. এস. প্রোগ্রামে অধ্যাপনার দায়িত্বে রয়েছেন পর্যাপ্ত সংখ্যক দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকবৃন্দ। ভর্তি যোগ্যতা শর্ত সাপেক্ষে যে কোন বিভাগে ন্যূনতম স্নাতক। অধিকতর যোগ্যতা সম্পন্নরাও আবেদন করতে পারবেন। যোগ্যতা ও অভিজ্ঞতার আলোকে কোর্সের ফি সত্তর হাজার টাকা থেকে এক লাখ বিশ হাজার টাকা এবং সময়কাল ১২ মাস থেকে ২০ মাস। কোর্স শেষে শিক্ষার্থীদের রয়েছে বিজনেস এনালিস্ট, ইনফরমেশন সিস্টেম ম্যানেজার, ডাটাবেজ বা নেটওয়ার্ক এডমিনিষ্ট্রেটর, সিস্টেম ডেভেলপার, টেকনিক্যাল স্পেশালিস্ট, প্রজেক্ট ম্যানেজার, বিজনেস ইনটিলিজেন্স এনালিস্ট হিসেবে ক্যারিয়ার গড়ে তোলার সুযোগ। চাকরিজীবীদের জন্য সান্ধ্যকালীন শিফট রয়েছে। আবেদনের শেষ তারিখ: ১০ সেপ্টেম্বর। যোগাযোগ: বাড়ি: ০৭, রোড: ১৪ (নতুন), ২৯ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা-১২০৭, ফোনঃ ০১৭১৩-৪৯৩১৬৬, ৯১১৭২০৫।
সূত্র: দৈনিক ইত্তেফাক, আগস্ট ০১, ২০০৯
Leave a Reply