ছবি আঁকতে ক্যানভাস লাগে-সবাই তা জানে। আর যাঁরা কাদা-মাটি নিয়ে মৃৎশিল্প বিভাগে পড়াশোনা করেন, তাঁদের্রকাছে সবচেয়ে প্রিয় ক্যানভাস হচ্ছে কাদা-মাটির তৈরি ক্যানভাস, অর্থাৎ ক্লে-ক্যানভাস।
নরম কাদা-মাটি নিয়ে যেমন ইচ্ছে তেমনিভাবে ক্যানভাস করে শিল্পীরা মনের গভীরের শিল্পবোধকে ঢেলে গড়েছেন তাঁদের শিল্পকর্ম।
২৪ জুলাই দৃক গ্যালারিতে শুরু হয়েছে চারুকলার সাত শিক্ষার্থীর ক্লে-ক্যানভাস নামের যৌথ মৃৎশিল্পকর্মের প্রদর্শনী।
এর উদ্বোধন করেন বিটিভির মহাপরিচালক কাজী আবু জাফর সিদ্দিকী।
এ প্রদর্শনীতে স্থান পেয়েছে মাটির তৈরি ক্যানভাসে ফুটে ওঠা স্বদেশপ্রেম, মহান স্বাধীনতা, একুশ ও গ্রামবাংলার নানা ঐতিহ্য, ফুল, পাখি, লাজুক বধূ। কোথাও কোথাও আবার ছোট-বড় নানা পটারিতে লেগেছে রঙের খেলা। পবিত্র গ্রন্থের বাণীও অঙ্কিত হয়েছে কোথাও। অদ্ভুতভাবে তৈরি করা হয়েছে বিভিন্ন পোশাক। হাত দিয়ে না ছুঁলে বোঝার উপায় নেই, এগুলো মাটির তৈরি। বাংলাদেশের ঐতিহ্যবাহী পোড়ামাটির নানা কাজ আরও বড় পরিসরে তুলে ধরার লক্ষ্যেই এ প্রদর্শনীর আয়োজন- বললেন এ প্রদর্শনীর সাত শিল্পীর একজন ফৌজিয়া আবেদিন। এখানকার অন্য শিল্পীরা হলেন মাজহারুল ইসলাম, এস এম আবদুল্লাহ, ফারহানা ইয়াসমীন, রনি হাবিব, শরীফ আহমেদ ও বিকাশ কান্তি কর্মকার। শিল্পীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সম্মান শেষবর্ষের শিক্ষার্থী। উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন্রশিল্পী জামাল আহমেদ, কনকচাঁপা চাকমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মৃৎশিল্প বিভাগের প্রধান রবিউল ইসলাম। প্রদর্শনীটি চলবে ৩০ জুলাই পর্যন্ত ধানমন্ডির দৃক গ্যালারির তৃতীয় তলায় বিকেল চারটা থেকে রাত নয়টা।
মোছাব্বের রিবন
সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ২৮, ২০০৯
Leave a Reply