একপশলা বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগেই। শুক্রবার এমনিতেই ঢাকার রাজপথ কিছুটা ফাঁকা থাকে। এর ওপর আবার বৃষ্টির ধকল। তাই খুব একটা লোকের আনাগোনা নেই রাস্তায়। কিন্তু ধানমন্ডির দৃক গ্যালারির সামনে গিয়ে দেখা গেল লোকজনের সমাগমটা বেশ।
জটলা কাটিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে ভেতরে যেতেই চোখ পড়ল চোখ ধাঁধানো বাধাই করা কিছু ছবির দিকে। আলো-আঁধারের অপূর্ব এক সমন্বয়, যেন ফ্রেমে বাঁধানো এক টুকরো গ্ল্যামার জগৎ।
এসব ছবি তুলেছেন তরুণ আলোকচিত্রী রফিকুল ইসলাম। বিভিন্ন ধরনের ছবি নিয়েই কাজ করছেন তিনি। রয়েছে নিজস্ব স্টুডিও এক্সপোজার। এটি তাঁর দ্বিতীয় আলোকচিত্র প্রদর্শনী। এতে স্থান পেয়েছে ৫৭টি ছবি। ‘ফিল দ্য প্যাশন’ শিরোনামে ২৪ জুলাই থেকে শুরু হওয়া এ প্রদর্শনীর উদ্বোধন করেন আলোকচিত্রী চঞ্চল মাহমুদ। ছবি দেখে ফ্যাশন ডিজাইনার শাহরুখ শহীদ বলেন, ‘ছবিগুলো নিঃসন্দেহে আমাদের ফ্যাশন জগতে একটি নতুন ধারার সৃষ্টি করবে।’ প্রদর্শনী দেখতে আসা অভিনেত্রী সুইটি বলেন, ‘এখানে আমারও ছবি স্থান পেয়েছে। এখানকার সব ছবি দেখে আমি অভিভূত।’ নিজের এই প্রদর্শনী নিয়ে বলতে গিয়ে রফিকুল ইসলাম বললেন, ‘ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তুললেই যে কেবল ছবি শৈল্পিক রূপ পায়, তা নয়। একে কম্পিউটারের ফটোশপের মাধ্যমে আরও বেশি আবেদনময়ী করে তোলা সম্ভব। আমার এ ছবিগুলোতে তারই কিছুটা বহিঃপ্রকাশ ঘটেছে।’ তিনি আরও বলেন, ‘গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে ভালো কিছু করার চেষ্টা করেছি।’
ক্রমেই সন্ধ্যা ঘনীভূত হতে থাকে। একে একে সব বাতি জ্বলে ওঠে। দেয়ালে টাঙানো ছবিগুলো যেন আরও জীবন্ত দেখায়। বাড়তে থাকে মানুষের ভিড়। দর্শনার্থীরা অপলক দৃষ্টিতে দেখতে থাকে একটির পর একটি ছবি। বেরিয়ে আসি দৃক গ্যালারি থেকে। এর পরও মনের ক্যানভাসে ভাসতে থাকে ছবিগুলো। দৃক গ্যালারিতে প্রদর্শনীটি ২৮ জুলাই বেলা ১১টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে।
সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ২৮, ২০০৯
Leave a Reply