ঝুম বৃষ্টি হলেও কাজ তো আর বন্ধ হবে না। কাজের জিনিসগুলো তাই সঙ্গে থাকবেই। বৃষ্টির মধ্যে চলাফেরায় পকেটে বা ব্যাগে থাকা মোবাইল ফোনটিতে পানি ঢুকে যেতেই পারে।
ফোনসেট যদি ভিজেই যায়, তাহলে কী করা যায়? এর সমাধান দিয়েছেন বসুন্ধরা সিটির নকিয়া সেবাকেন্দ্রের দলনেতা রুহুল আমিন। তিনি বলেন, মোবাইল সেটের প্রধান শত্রু হলো পানি। তাই সব সময় খেয়াল রাখতে হবে, যেন এটি কোনোভাবেই পানির সংস্পর্শে না আসে।
আর কোনো সেটে বিক্রয়োত্তর সেবা থাকলেও পানি ঢুকে গেলে এ ক্ষেত্রে সেটি আর কার্যকর হবে না।
তবে মোবাইল ফোনসেটে পানি ঢুকে গেলে প্রথমেই যে কাজটি করতে হবে, তা হলো ফোন বন্ধ করে সেটটি থেকে ব্যাটারি খুলে আলাদা করে ফেলতে হবে। তারপর বাসায় কিংবা সুবিধাজনক স্থানে গিয়ে হালকাভাবে ঝেড়ে বাতাসে নিয়ে শুকাতে দিতে হবে।
কোনো অবস্থায়ই এটি বেশি তাপমাত্রা কিংবা আগুনে শুকানো ঠিক হবে না। সেট কিছুটা শুকিয়েছে মনে করে ব্যাটারি সংযোগ দেওয়াও উচিত নয়। এতে করে শর্টসার্কিট হয়ে স্থায়ীভাবে নষ্ট হয়ে যেতে পারে এটি।
মোবাইল সেটে পানি ঢোকার পর একে ফেলে রাখা উচিত নয়, যত তাড়াতাড়ি সম্ভব এটি সেই প্রতিষ্ঠানের নিজস্ব সেবাকেন্দ্রে নিয়ে গিয়ে দেখাতে হবে। আর তা সম্ভব না হলে সেট মেরামত করে এমন কাজে অভিজ্ঞ প্রতিষ্ঠানকে দেখাতে হবে।
এর ফলে নষ্ট হওয়ার ঝুঁকি কম থাকে। আর বর্ষা-বাদলের দিনে বাইরে বের হলে সঙ্গে মুখবন্ধ (জিপ লক) পলিথিনের ছোট ব্যাগ রাখতে পারেন, যেন বৃষ্টি এলেই ফোনসেটটি সেখানে ভরে নিতে পারেন, এতে পানি ঢুকবে না। সেট ভালো রাখতে পানি থেকে সাবধান থাকুন। এতে দিনের পর দিন আপনার প্রিয় এ যন্ত্রটি ভালো থাকবে আর থাকবে ঝুঁকিমুক্ত।
সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ১৪, ২০০৯
Leave a Reply