লাখ টাকার পুরস্কার জিততে চান? তাহলে আজই আচার বানিয়ে পাঠিয়ে দিন। প্রাণ-প্রথম আলো জাতীয় আচার প্রতিযোগিতা-২০০৯-এ আচার পাঠানোর শেষ তারিখ আগামী ২০ আগস্ট।
প্রতিযোগিতায় আচার পাঠানোর নিয়ম বরাবরের মতোই। টক, মিষ্টি, ঝাল ও মসলাযুক্ত-এ চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পত্রিকায় প্রকাশিত এন্ট্রি কুপনটি পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, যশোর, বগুড়া ও বরিশাল-এ ছয়টি ক্যাম্পে আচার জমা দেওয়া যাবে। প্রতি ৩০০ গ্রাম আচারের দুটি করে নমুনা বয়ামে করে এন্ট্রি কুপনের সঙ্গে পাঠাতে হবে। বয়ামের গায়ে নাম, ঠিকানা, প্রস্তুতের তারিখ, কোন ধরনের আচার এবং কী উপাদানে তৈরি, তা লিখে দিতে হবে। প্রতিটি আচারের সঙ্গে আলাদা কাগজে প্রস্তুত প্রণালী লিখে দিতে হবে। জানালেন প্রাণ আরএফএল গ্রুপের সিনিয়র ম্যানেজার (ইভেন্ট) আদিল খান।
এবারের প্রতিযোগিতায় বর্ষসেরা আচারের জন্য এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া প্রতিটি বিভাগে প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ডিপ-ফ্রিজ এবং তৃতীয় পুরস্কার হিসেবে আছে মাইক্রোওয়েভ ওভেন। বেশ কিছু সান্ত্বনা পুরস্কার তো রয়েছেই। এ প্রতিযোগিতার মিডিয়া পার্টনার চ্যানেল আই।
সূত্র: দৈনিক প্রথম আলো, মে ২৬, ২০০৯
Leave a Reply