নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশ (এনএসিবি) টেকনাফে পর্বতারোহণ প্রশিক্ষণ ও ট্রেকিংয়ের আয়োজন করেছে। ইনসাইটা ট্যুরিজমের সহযোগিতায় এ কর্মসূচিতে এইডস নিয়ে সচেতনতা ও মাদকের বিরুদ্ধে প্রচারণাও চালানো হবে। চার রাত ও তিন দিনব্যাপী এ ট্রেকিং ও প্রশিক্ষণ শুরু হবে আগামী ২১ জানুয়ারি। শেষ হবে ২৪ জানুয়ারি। এতে সরঞ্জাম ব্যবহার করে পাহাড়ে ওঠার কৌশলও শেখানো হবে। পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীর মিত্রদের ব্যবহৃত বাঙ্কার দেখার উদ্দেশে ট্রেকিংও করা হবে। এর মধ্যে মিয়ানমার (বার্মা) সীমান্তের ভেতর একদিনের ভ্রমণও অন্তর্ভুক্ত আছে। ২০ জানুয়ারির মধ্যে যোগাযোগ করতে হবে। নিবন্ধন ফি পাঁচ হাজার টাকা। ফোনঃ ০১৮১৮০১৫৫৭০, ০১৭১৭১০০৬৮৭। ই-মেইলঃ [email protected]
সূত্র: দৈনিক প্রথম আলো, জানুয়ারী ১৩, ২০০৮
Leave a Reply