ওয়ার্ল্ড ক্রাফটস কাউন্সিল এবং এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সংস্থার অধিভুক্ত সদস্য হলো বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ। বাংলাদেশের কারুশিল্প এবং শিল্পীদের আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করার জন্য তারা কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের নয়জন কারুশিল্পী তাঁদের শিল্পকর্ম নিয়ে ওয়ার্ল্ড ক্রাফটস কাউন্সিলের এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সংস্থা আয়োজিত ইয়াং ক্রাফটস পারসনস অ্যাওয়ার্ড ২০০৮ প্রতিযোগিতায় অংশ নেন। গত নভেম্বরে চীনের হ্যাংজোতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ক্রাফটস কাউন্সিলের ওয়ার্ল্ড কংগ্রেসের বাংলাদেশের আনোয়ার হোসেন ও সুফিয়া বেগম পৃথিবীর বিভিন্ন দেশের প্রতিযোগীদের হারিয়ে দুটি পুরস্কার জিতে নেন। বয়ন বিভাগে জামদানি বুননের জন্য প্রথম হন আনোয়ার হোসেন এবং সুচিকর্মে নকশিকাঁথা কাজের জন্য সুফিয়া বেগম দ্বিতীয় হন।
১০ জানুয়ারি ধানমন্ডির ডব্লিউভিএ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এই দুই কারুশিল্পীর হাতে পুরস্কার তুলে দেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক সমর পাল। অনুষ্ঠানে বক্তব্য দেন কারুশিল্পী পরিষদের সভাপতি শাহিদ হোসেন শামীম, ওয়ার্ল্ড ক্রাফটস কাউন্সিলের এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সংস্থার সহসভাপতি রুবী গজনভী, কারুশিল্পী পরিষদের সহসভাপতি শ্রীমতী সাহা। ওই একই দিন সকালে বাংলাদেশ জাতীয় পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সূত্র: দৈনিক প্রথম আলো, জানুয়ারী ১৩, ২০০৮
Leave a Reply