ফুরের ফুলদানিতে যদি শোভা পায় নানা বর্ণের ফুল; তবে তা যেমন বাড়ির পরিবেশকে রাঙিয়ে তোলে, তেমনি মনে এনে দেয় এক প্রসন্ন অনুভূতি। কিন্তু যান্ত্রিক নাগরিকজীবনে প্রতিদিন হয়তো তাজা ফুল সংগ্রহ করা হয়ে ওঠে না। এখন খুব কম মানুষই বাড়ির লাগোয়া উঠোনে ফুলের বাগান করার সুযোগ পান। আর ফ্ল্যাটবাড়িতে তো সে সুবিধা থাকে না বললেই চলে। তাই সৌন্দর্যপিপাসু মনের খোরাক মেটাতে আপনি নিয়মিত তাজা ফুল কিনে আনতে পারেন। কিন্তু নানা ব্যস্ততায় হয়তো সেটা সব সময় করাও হয়ে ওঠে না। তবে চাইলেই এর বিকল্প ব্যবস্থা করা যেতে পারে। কৃত্রিম ফুল দিয়ে সাজাতে পারেন বাড়ির অন্দরমহল। এটি একদিকে যেমন ঘরের সৌন্দর্যকে বাড়িয়ে তুলবে, অন্যদিকে দীর্ঘদিনের জন্য ফুলের বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারবেন আপনি।
কৃত্রিম ফুলের জন্য গড়ে উঠেছে বেশ কিছু বাজার। সেখান থেকে আপনার পছন্দমতো ফুল বেছে নিতে পারেন। এখানে আপনি পাবেন ফুলের তোড়া, ফুলদানিসহ ফুল, টেবিলের ফুল, ঝোলানোর জন্য ফুলের ঝাড়, দরজার লতা ফুল, কর্নার ফুল সেট, ওয়ান ট্রে ফুল প্রভৃতি। টেবিলের ফুল, তোড়া কিংবা ফুলদানিসহ ফুলের মধ্যে পাবেন দেশি-বিদেশি নানা ধরনের ফুল। পাতাসহ সুন্দরভাবে সাজানো এসব ফুলের দাম পড়বে ৮০ থেকে ৫০০ টাকার মধ্যে। দেয়ালে ঝোলানোর জন্য এসব ফুল আবার ট্রের মধ্যেও পাওয়া যায়।
আপনার ঘরের কোনার দিক যদি সাজাতে চান, সে ব্যবস্থাও আছে। টেবিলস্ট্যান্ডসহ সাজানো ফুল নিয়ে কর্নার সেটও আপনি কিনে ফেলতে পারেন। যদি চান আপনার বাড়ির বারান্দার সৌন্দর্য বাড়াতে, তবে নানা রকম অর্কিড ফুলে সাজানো-ঝোলানোর জন্য ফুলের ঝাড় কিনতে পারেন। দাম পড়বে ১২০ থেকে ৩৫০ টাকার মধ্যে। বাড়ির দরজার দুই পাশে যদি ফুলসহ লতাগাছ থাকে, তবে তো কথাই নেই। তাতে প্রবেশদ্বারের চেহারা পাল্টে যাবে। ফুলসহ লতার মধ্যে পাবেন সূর্যলতা, রোজলতা, কলমীলতা প্রভৃতি। আর শুধু পাতাবিশিষ্ট লতার মধ্যে আছে মানিপ্ল্যান্ট, থানকুনি, সেঞ্চুরি, আঙুর, জেব্রা, কচু, মোরগপাতা ইত্যাদি। দাম ১০০ থেকে ৫০০ টাকার মধ্যে।
আপনার ঘরে বড় আকারের ফুলদানি সাজাতে পারেন বিভিন্ন প্রজাতির ফুলের স্টিক দিয়ে। আর ইচ্ছে করলে প্লেট ঘাসও কিনে ফেলতে পারেন। এসব ঘাস দিয়ে আপনি বাড়ির যেকোনো দেয়াল বা ঘরের মেঝের যেকোনো অংশ ঢেকে সবুজ আভা দিতে পারেন। এসব প্লেটের প্রতিটির দাম পড়বে ৫০ থেকে ১০০ টাকা। ঘর বা অফিসে যদি কৃত্রিম গাছ লাগিয়ে সৌন্দর্য বাড়াতে চান, সে ব্যবস্থাও রয়েছে। গোলাপ, ফার্ন, অর্কিড, আঙুর, আম, তাল, ক্রিসমাস ট্রি, তালিপাম, কলা, বেত, সেঞ্চুরি, পাতাবাহার ইত্যাদি গাছ থেকে পছন্দ ও প্রয়োজনমতো কিনতে পারেন আপনি। প্রকারভেদে দাম পড়বে ৫০০ থেকে ১০ হাজার টাকা। একটু ভিন্নতা আনার জন্য আপনি পাখিসহ বাবুই পাখির বাসাও কিনতে পারেন। দাম পড়বে ১২০ থেকে ২০০ টাকা। আম, জাম, কলা, আঙুরসহ নানা রকমের কৃত্রিম ফলও কিনতে পারেন। এসব ফল খাবার টেবিলে সাজিয়েও রাখতে পারেন।
এসব জিনিস পাবেন টিকাটুলীর রাজধানী সুপার মার্কেট, চকবাজারের বিসমিল্লাহ মার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, নিউ সুপার মার্কেট, দোয়েল চত্বরসংলগ্ন মার্কেট অথবা সারা দেশের শপিং মলগুলোতে। আপনার যদি ইকেবানা অর্থাৎ ফুল সাজানো বিদ্যার ধারণা থাকে, তবে তো কথাই নেই। মার্কেট থেকে প্রয়োজনীয় ফুল সাজানোর সরঞ্জামাদি যেমন-ফুলের পাপড়ি, পাতা, স্টিক, টব, কর্ক, স্ট্যান্ড প্রভৃতি কিনে নিজেই তৈরি করুন মনের মতো ফুলের তোড়া বা ঝাড়।
এসব ফুল বা গাছ সাধারণত তৈরি করা হয় প্লাস্টিক, মখমল বা ভেলভেট কাপড় দিয়ে। তবে ভেলভেট কাপড়ে তৈরি ফুলের রঙের স্থায়িত্ব কিছুটা কম। এসব কৃত্রিম ফুলের বড় শত্রু হলো ধুলাবালি। তাই নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে এসব জিনিস টেকে বহুদিন। তবে বেশি ময়লা হলে সাধারণ কাপড় ধোঁয়ার মতোই সাবানের গুঁড়ো দিয়েই পরিষ্কার করে নিতে পারেন।
দীপঙ্কর দীপু
সূত্র: দৈনিক প্রথম আলো, জানুয়ারী ১৩, ২০০৮
Leave a Reply