কক্সবাজার সমুদ্রসৈকতের আকাশ আবারও সাজতে যাচ্ছে বর্ণিল ঘুড়ির মেলায়। বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের উদ্যোগে ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘জাতীয় ঘুড়ি উৎসব-২০০৯’।
উৎসব উপলক্ষে কয়েক শ ঘুড়ি বানানো হয়েছে। উৎসবে যে কেউ অংশ নিয়ে ঘুড়ি ওড়াতে পারবেন। অংশগ্রহণকারীরা ১২ জানুয়ারি রাতে ঢাকা থেকে রওনা দেবেন, পরদিন ১৩ জানুয়ারি সকালে কক্সবাজারে পৌঁছে হোটেলের ডরমেটরিতে উঠবেন। ওই দিনই কক্সবাজার সমুদ্রসৈকতে ঘুড়ি ওড়ানো হবে। পরদিনের জন্য প্রস্তুতি নিতে হবে। উৎসবে কর্মশালা, প্রদর্শনী, প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। আর থাকছে চীনা লায়ন ড্যান্স, সবাই মিলে মহাঘুড্ডি ওড়ানো, সৈকতে বালির ম্যুরাল ও ঘুড়ি তৈরির কর্মশালা। অংশগ্রহণকারীরা কক্সবাজার ছাড়বেন ১৫ তারিখ। উৎসবে নিবন্ধন ফি প্রতিজনের চার হাজার টাকা। ৭ জানুয়ারির মধ্যে তাঁদের নিবন্ধন করতে হবে।
ঠিকানাঃ ১ সিদ্ধেশ্বরী লেন, শান্তিনগর, ঢাকা।
ফোনঃ ০১৯১৯৫৩৩০৯০।
সূত্র: দৈনিক প্রথম আলো, জানুয়ারী ০৬, ২০০৮
Leave a Reply