উৎসবের আমেজটা শীতেই সবচেয়ে বেশি। একে তো বৃষ্টি-বাদলার ঝক্কি নেই, তার ওপর নেই প্রচণ্ড গরমের অস্বস্তিও। বাঙালি বাড়িগুলোতে তাই উৎসব-অনুষ্ঠান আর পালা-পার্বণের জোয়ার বয়ে যায় এ শীতেই। আর উৎসব মানেই সাজের বাহার। তবে এ কথা ঠিক, গ্রী্ন হোক বা বর্ষা অথবা শীত-সাজের জন্য ঋতুমাফিক পরামর্শ বিশেষ দরকারি। তা নিয়েই বলেছেন কিউবেলা হেয়ার অ্যান্ড বিউটির রূপবিশেষজ্ঞ ফারজানা আরমান মুন্নি।
প্রথম কথা, এ ঋতুতে অনুষ্ঠানের রকমফের আর বাহুল্যের জন্য সাজটা একটু বেশিই হয়। তাই যে-ই সাজুক না কেন, আগে তাকে নিজের ত্বকের ধরনটা ভালোমতো বুঝে নিতে হবে। সে অনুযায়ী করতে হবে মেকআপ। গ্রী্নের সঙ্গে শীতের সাজে অমিলটা প্রত্যক্ষ হলেও ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত দুই ঋতুতেই। ময়েশ্চারাইজার ত্বককে কোমল করে। সে ক্ষেত্রে মেকআপের বেইজ ত্বকে বসে যায় সহজে। তার পরও কারও ত্বক রুক্ষ বা শুষ্ক হলে তরল ফাউন্ডেশন ব্যবহার করতে পারেন। ত্বকে প্রথমে ময়েশ্চাইরাইজার দেওয়ার পাঁচ মিনিট পর কনসিলার লাগাতে হবে। কনসিলার মূলত ত্বকের কালো দাগ পড়া অংশে লাগাতে হয়। নাকের নিচের দুই কোণে, চোখের নিচে সাধারণত এসব অংশে যাদের কালো দাগ পড়েছে তাঁরা কনসিলার লাগাবেন। কনসিলার হওয়া উচিত ত্বকের রঙের। কেউ চাইলে অবশ্য ত্বকের রঙের চেয়ে এক টোন গাঢ় কনসিলার ব্যবহার করতে পারেন। কনসিলার দেওয়া হয়ে গেলে ফাউন্ডেশন লাগিয়ে হালকা পাউডারের প্রলেপ লাগাতে হবে। শীতকাল সাজের জন্য উপযুক্ত মৌসুম বলেই দিন বা রাত যেকোনো সময়ের মেকআপে চোখের সাজ গাঢ় হতে পারে। রঙের বৈচিত্র্যে তা বহুমাত্রা পেলেও ভালো লাগবে। পোশাকের রঙে বা সম্পূর্ণ ভিন্ন রঙা কন্ট্রাস্ট আইশেডের সঙ্গে গ্লিটার আইলাইনার ব্যবহার করা যেতে পারে। নীল, সবুজ, সোনালি বা রুপালি যেকোনো রঙের আইলাইনারই চোখকে দেবে পূর্ণতা, চোখের মেকআপটা গাঢ় হলেই শীতের সাজ পূর্ণ হয়। সে ক্ষেত্রে গাঢ় মাশকারা আর কাজলও চোখের আবেদন ফুটিয়ে তোলে ভীষণভাবে। লিপস্টিকের ক্ষেত্রে শীতে গ্লস বিশেষ উপকারী। দেখতেও সুন্দর আর ঠোঁটকেও রাখে সুরক্ষিত। ন্যাচারাল, বাদামি পিচ অথবা গোলাপি লিপগ্লসে ঠোঁট হয় অনন্য।
শীতের মেকআপে সবচেয়ে জরুরি বিষয় মেকআপ তোলা। কেননা, মেকআপের ফলে ত্বকের রোমকূপ বন্ধ হয়ে যায়। তাই সঠিকভাবে মেকআপ পরিষ্কার না করে ঘুমাতে গেলে ব্রণ, অ্যাকনে, র্যাশ ইত্যাদি উপসর্গ দেখা দেয়। কারও ত্বক অত্যন্ত শুষ্ক হলে তুলায় নারকেল তেল লাগিয়ে মেকআপ তুলে নিতে পারেন। এ ছাড়া সবার জন্য ক্লিনজারই প্রযোজ্য।
তুলা দিয়ে মেকআপ তোলার পর ফেসওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করে নিতে হবে। তারপর ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে।
মেকআপ ব্যবহারে সাজের উপাদানের প্রতি বিশেষ সতর্ক থাকতে হবে। পুরোনো বা মেয়াদোত্তীর্ণ কোনো মেকআপ উপাদান ব্যবহার করা ঠিক নয়।
শীত হোক বা গ্রী্ন, সাজটা এমন হওয়া চাই যেন সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে আপনার দিকে।
জিনাত রিপা
সূত্র: দৈনিক প্রথম আলো, জানুয়ারী ০৬, ২০০৮
Leave a Reply