একটা সময় ছিল, যখন মানুষ পুরোনো কাপড় পানিতে ভিজিয়ে ঘরের মেঝে পরিষ্কার করত। কিন্তু এখন ঘরদোর পরিচ্ছন্ন রাখার কাজটি হয়ে গেছে অনেক সহজ ও আধুনিক।
ট্রান্সকম ডিজিটালের ব্যবস্থাপক মেহেদী হাসান বলেন, বর্তমান বসতবাড়ি পরিচ্ছন্ন রাখার জন্য ভ্যাকুম ক্লিনার বাজারে এসেছে। এটি বসতবাড়ি থেকে শুরু করে অফিস-আদালতের মেঝে, দেয়ালের মাকড়সার জাল, আসবাবপত্র, সোফা, ঘরের কোনা, ফ্যাক্টরি এমনকি গাড়ি থেকেও ধুলা-ময়লা অপসারণ করে। সিঙ্গার হায়ার, সিমেন্স, ট্রান্সকমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের এসব ভ্যাকুম ক্লিনার হয়ে থাকে। বিভিন্ন আকারের এসব পণ্যের দাম পড়বে তিন হাজার ৩০০ টাকা থেকে ২৫ হাজার টাকার মধ্যে।
অন্যান্য যন্ত্র
ঘর পরিচ্ছন্ন রাখার যন্ত্রপাতি মূলত স্টিল, কাঠ ও অ্যালুমিনিয়াম-এই তিন ধরনের হয়। নানা রকম ঝাড়ু, মপ আছে এর মধ্যে। এসবের দাম নির্ভর করে কিসের তৈরি তার ওপর। বিক্রেতারা বললেন, বাজারে অ্যালুমিনিয়াম ও স্টিলের তৈরি যন্ত্রগুলোরই বেশি চাহিদা। ওপরের অংশে স্টিলের আর নিচে সুতার তৈরি এসব মপ দেশিগুলোর দাম পড়বে প্রতিটি ১০০-১২০ টাকা। চায়না মপের দাম পড়বে ২৮০ থেকে ৩০০ টাকা, অ্যালুমিনিয়ামের মপের দাম পড়বে ২০০-৪০০ টাকা।
ফোমের মপের দাম পড়বে ২০০-২৫০ টাকা। মেঝে ঝাড় দেওয়ার যন্ত্র ছোটগুলোর দাম ২৮০-৩০০ টাকা, বড়গুলোর দাম ৩০০-৩৫০ টাকা। এ ছাড়া কাচের সঙ্গে সুতার মপের দাম পড়বে ৫০-৮০ টাকা।
এসব মপের নিচের অংশ পুরোনো হয়ে গেলে বদলানো যায়। এ ক্ষেত্রে সুতার দাম পড়বে ৪০-৫০ টাকা। স্পঞ্জের দাম পড়বে ১০০-১২০ টাকা। কাপড় পাওয়া যাবে ৮০-১০০ টাকায়।
ব্যবহার করবেন কীভাবে
* পানিতে ডিটারজেন্ট গুলিয়ে ব্যবহারের আগে আট-দশ মিনিট মপ ভিজিয়ে রাখুন।
* কিছুক্ষণ পর পানি ভিজিয়ে চিপে নিয়ে ব্যবহার করুন।
* মপ ব্যবহারের আগে পানিতে স্যাভলন বা ডেটল পরিমাণমতো মিশিয়ে দিন।
* মপ বেশিক্ষণ পানিতে চুবিয়ে রাখবেন না। এতে এসব যন্ত্রপাতির কার্যকারিতা নষ্ট হয়ে যায়।
কোথায় পাবেন
রাজধানীর সব শপিংমল ছাড়াও নিউ মার্কেট, স্টেডিয়াম মার্কেট, কারওয়ান বাজারে পরিচ্ছন্ন রাখার এসব যন্ত্র সহজে মিলবে।
মোছাব্বের রিবন
সূত্র: দৈনিক প্রথম আলো, জানুয়ারী ০৬, ২০০৮
Leave a Reply