মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় হোটেলগুলোর ব্যবসা ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে বিদেশি পর্যটকেরা হোটেলে থাকা কমিয়ে দেবে বলেই মনে করা হচ্ছে। এমনিতেই অর্থনীতির মন্দা ব্যবসার পরিমাণ কমিয়ে দিয়েছে। এখন বিলাসবহুল হোটেলে সন্ত্রাসী হামলার ঘটনায় সংকট আরও তীব্র হওয়ার কথা বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে।
এসপি জৈন ভারতের পশ্চিমাঞ্চলের হোটেল ও রেস্তোরাঁ সমিতির সভাপতি। তিনি বলেছেন, অর্থনীতির মন্দার জন্য এমনিতেই অনেক বিদেশি ব্যবসায়ী ও পর্যটক বুকিং বাতিল করেছে। এখন মুম্বাইয়ের ঘটনার পর বুকিং বাতিলের সংখ্যা আরও বাড়বে। এর হার ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত হতে পারে।
ভারতের সংবাদমাধ্যমগুলো বলছে, মুম্বাইয়ে ঘটনা ঘটলেও দিল্লিসহ বিভিন্ন স্থানে হোটেলগুলোতে অতিথির সংখ্যা কমে গেছে এবং বুকিং বাতিল হচ্ছে। হোটেলসংক্রান্ত পরামর্শক প্রতিষ্ঠান এইপভিএস ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মানব থারানি বলেছেন, অর্থনৈতিক মন্দার কারণে গত কয়েক মাসে ভারতে বিদেশি পর্যটক কমেছে ১০ থেকে ১৫ শতাংশ। তাদের অধিকাংশই আসত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে।
এরই মধ্যে বিভিন্ন পশ্চিমা দেশগুলো তাদের নাগরিকদের মুম্বাইয়ে আসতে সতর্কতা বা একদমই না আসার কথা বলে দিয়েছে। এমনকি বড় বড় কোম্পানিও একই ধরনের নির্দেশনা দিয়েছে।
শ্রীরাজ ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক ললিত শেথ বলেছেন, এমনিতেই ব্যবসা খারাপ হয়ে গেছে।
সূত্রঃ প্রথম আলো, ডিসেম্বর ০৭, ২০০৮
Leave a Reply