মানসিক চাপ হাইপারটেনশন রোগের কারণ হতে পারে। বার্মিংহাম এলাবামা স্কুল অব মেডিসিনের একদল বিশেষজ্ঞ এই মত প্রকাশ করেন। বিশেষজ্ঞরা প্রায় একহাজার একশত তেইশ জন নারী-পুরুষের মধ্যে এক জরিপ চালিয়ে এই তথ্য প্রকাশ করেন। জরিপে অংশগ্রহণকারী সবারই ১৮ থেকে ২০ বছর ধরে স্বাভাবিক রক্তচাপ ছিল। বিশেষজ্ঞরা দেখেছেন দুশ্চিন্তা এবং দুর্ভাবনাগ্রস্ত মধ্যবয়স্কদের মধ্যেই হাইপারটেনশনের ঝুঁকি বেশি। গবেষণায় অবশ্য অপেক্ষাকৃত বয়স্ক বা প্রবীণদের ক্ষেত্রেই দুশ্চিন্তা এবং স্ট্রেসের সাথে হাইপারটেনশনের যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি।
—————–
দৈনিক ইত্তেফাক, ২৪ মে ২০০৮
Leave a Reply