২১ নভেম্বর হয়ে গেল ‘বিশ্ব কলাকেন্দ্র’-এর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে মুক্তিযুদ্ধের দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র যন্ত্রণার জঠরে সূর্যোদয় ও স্বপ্ন সমাধির প্রদর্শনী হয়। মুক্তিযুদ্ধের গান ও আবৃত্তি নিয়ে সন্ধ্যা পর্যন্ত চলে বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যাপক ড· হারুন-অর-রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড· সদরুল আমিন।
সূত্র: দৈনিক প্রথম আলো, নভেম্বর ২৫, ২০০৮
Leave a Reply