শহরের যান্ত্রিক জীবনকে কিছুটা সময় দূরে ঠেলে অনেকেই একটু নিরিবিলিতে বেড়াতে যেতে চায়। এর সঙ্গে খাবারটা তৈরি থাকলে তো কথাই নেই। ছোট আকারে কোনো পার্টি আয়োজন করবেন? এর জন্য খাবারের থালা, বাটি, গ্লাস ইত্যাদি তো লাগবেই। কিন্তু সব সময় এসব বহন করা যেন এক ঝামেলার ব্যাপার। আর পরিষ্কারের যন্ত্রণা তো আছেই। এমন ক্ষেত্রে কিছু উপকরণ, যা শুধু একবার ব্যবহার করা যায়, তা খুবই কার্যকর।
রকমফের ও দরদাম
শুধু একবার ব্যবহার করা যায়, এমন সব উপকরণ নানা ধরনের হয়ে থাকে। আপনার প্রয়োজন অনুযায়ী সেটি সংগ্রহ করে নিতে পারেন। প্লাস্টিক বা শোলা দিয়ে তৈরি এসব পণ্যের মধ্যে ১০০টি প্লাস্টিকের বড় থালার দাম পড়বে ৩০০-৩১০, শোলা ২৬০-২৭০ টাকা। বিরিয়ানির প্যাকেট বড় ১০০টির দাম ২৫০ টাকা। প্লাস্টিক ও শোলার প্যাকেট ১০০টির দাম পড়বে ৩২৫-৩৩০ টাকা। মাঝারি আকারের দাম পড়বে ২২০-২২৫ এবং ছোট আকারের ১৮০-১৯০ টাকা। প্লাস্টিকের ২৫০ মিলিমিটার গ্লাস ১০০টির দাম পড়বে ৭৫-৮০ টাকা। ছোট ১০০ মিলিমিটারের ১০০টির দাম ৬০-৬৫ টাকা। কফি বা চায়ের জন্য ছোট পাত্রের মধ্যে প্লাস্টিকের ১০০টি ৭০ টাকা। আর কাগজের ১০০টি ১৬০-১৬৫ টাকা। চামচ বড় ১০০টি ৭০-৭৫ এবং ছোট ৪০-৪৫ টাকা।
বাটি এক লিটার ১০০টির দাম ৪৭০-৪৮০ টাকা। ৭৫০ গ্রামের ১০০টি বাটি পাওয়া যাবে ৪৫০-৪৫৫ টাকার মধ্যে।
ট্রে বড় আকারের ১২টির দাম ৮০-১০০ টাকার মধ্যে। মাঝারি ১২টির দাম ৬০-৮০ টাকা। এ ছাড়া প্রতি প্যাকেট টিস্যু পাওয়া যাবে ৩০-৩৫ টাকার মধ্যে। পানীয়র স্ট্র ৫০০টির দাম ৬০-৭০ টাকা। আর জালের তৈরি বড় ব্যাগ ১০০টির দাম পড়বে ১২০-১২৫ ও ছোট ৯০-১০০ টাকার মধ্যে।
কোথায় পাবেন
শুধু একবার ব্যবহার করা যায়, এমন সব পণ্য রাজধানীর সব পাইকারি বাজারে পাওয়া যায়। তবে কারওয়ানবাজার, নিউ সুপার মার্কেট, ঠাটারীবাজার এবং চকবাজারে এসব পণ্য পাওয়া যায়।
বনভোজন কিংবা পার্টিতে এসব পণ্য ব্যবহার করুন, আর বাড়তি ঝামেলা থেকে মুক্ত থাকুন।
মোছাব্বের রিবন
সূত্র: দৈনিক প্রথম আলো, নভেম্বর ২৫, ২০০৮
Leave a Reply