ইন্সপিরেশন ইনস্টিটিউটের ১০ বছর পূর্তি অনুষ্ঠান হয়ে গেল ২২ নভেম্বর। প্রতিষ্ঠানটি ১৯৯৮ সালে যাত্রা শুরু করে। ফ্যাশন ও ইন্টেরিয়র ডিজাইনসহ গ্রাফিকসের বিভিন্ন কোর্সের শিক্ষা দেওয়া হয় এখানে। এক দশক পূর্তি উপলক্ষে রাজধানীর গুলশান অল কমিউনিটি ক্লাবে আয়োজন করা হয় একটি অনুষ্ঠানের। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ শহিদুল্লাহ আজীম, অধ্যক্ষ আলমগীর জলিল ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার আব্দুল মালেক বিন আব্দুল আজিজ। তিনি বলেন, ‘বর্তমান বিশ্বে এ ধরনের শিক্ষাব্যবস্থা খুবই যুগোপযোগী।’ এ ধরনের আরও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার ওপর তিনি গুরুত্ব দেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের উন্নতিতে অবদান রাখা এবং ভালো ফলাফল অর্জনের জন্য বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষার্থীর মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়। মালয়েশিয়ার হাইকমিশনারকেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে একটি ্নারক প্রদান করা হয়।
পুরস্কার বিতরণ শেষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও মালয়েশিয়ার পোশাক উপস্থাপন করা হয়। ফ্যাশন শো শেষে ক্লোজআপ ওয়ান তারকা মাহাদী গান পরিবেশন করেন।
মোছাব্বের রিবন
সূত্র: দৈনিক প্রথম আলো, নভেম্বর ২৫, ২০০৮
Leave a Reply