তথ্যপ্রযুক্তি নানা ধরনের কাজকে যেমন করে দিয়েছে সহজ, তেমনি কাজ করার পদ্ধতিকেও নিয়ে এসেছে হাতের নাগালে। এর মধ্যে অন্যতম হচ্ছে ফ্রিল্যান্স আউটসোর্সিং, যার মাধ্যমে নিজের দক্ষতা দিয়ে কাজের মাধ্যমে সহজে আয় করা সম্ভব। বর্তমানে কাজ করার জন্য আউটসোর্সিং একটি ভালো ক্ষেত্র।আপনি বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন, ইন্টারনেটের মাধ্যমে নিজের কাজের দক্ষতা দিয়ে জড়িত হতে পারেন আউটসোর্সিংয়ের বিশাল বাজারে। তবে আমাদের দেশে আউটসোর্সিংয়ের ক্ষেত্র এখনো তেমনভাবে গড়ে ওঠেনি। অনেকে কাজ জেনেও পদ্ধতি জানার অভাবে ধরতে পারছে না আউটসোর্সিংয়ের বিশাল বাজার। তাই ফ্রিল্যান্স আউটসোর্সিং এবং এর বিভিন্ন বিষয় আরও সহজভাবে জানতে আগ্রহীরা অংশ নেয় নানা কর্মশালায়। সম্প্রতি বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) আয়োজনে অনুষ্ঠিত হলো ফ্রিল্যান্স আউটসোর্সিং-বিষয়ক দিনব্যাপী কর্মশালা। এ কর্মশালাটি মূলত প্রোগ্রামারদের উদ্দেশে পরিচালিত হলেও এতে বিভিন্ন পেশার অনেকেই অংশ নেন। এর মধ্যে প্রোগ্রামারদের পাশাপাশি অনেক অংশগ্রহণকারীই জানিয়েছেন আউটসোর্সিং সম্পর্কে তাদের আগ্রহের কথা। অংশগ্রহণকারীদের মধ্যে যেমন ছিলেন প্রোগ্রামার, ছাত্র, বিভিন্ন পেশাজীবী, তেমনি উপস্থিত ছিলেন এ সেক্টরের কাজ করার ব্যাপারে আগ্রহী কয়েকজন উদ্যোক্তাও। কর্মশালায় অংশগ্রহণকারী ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহফুজ-ই-আলম বলেন, ‘আউটসোর্সিং বিষয়টি এখন বেশ আলোচিত। নিজের কাজের দক্ষতা দিয়ে ইচ্ছা করলে তরুণেরা এ কাজে সহজে জড়িত হতে পারে এবং এর ফলে নিজের ক্যারিয়ার গড়ার পাশাপাশি এ সেক্টরে কাজ করারও যথেষ্ট সুযোগ পাওয়া যায়।’ সফটওয়্যার ডেভেলপার অসীম কুমার শিকদার বলেন, ‘আউটসোর্সিংয়ে কাজ করার ব্যাপারে আমাদের আরও বেশি করে জানতে হবে। আউটসোর্সিংয়ের বিশাল বাজার ধরতে হলে আমাদের ভালোভাবে গাইডলাইন এবং কাজ করার অভিজ্ঞতা থাকা উচিত; তবেই আমরা আউটসোর্সিংয়ে কাজ করতে পারব। সে ক্ষেত্রে এ ধরনের কর্মশালা অনেক উপযোগী।’ কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান, মো· জাকারিয়া চৌধুরী ও জাবেদ মোর্শেদ চৌধুরী। মুনির হাসান বলেন, ‘বর্তমানে আউটসোর্সিং নতুন একটি জগৎ, যেখানে সৎ থেকে কাজ করার পাশাপাশি সময়ের সঙ্গে নিজেকে তৈরি করে নিতে হবে এবং এগিয়ে যেতে হবে।’ কর্মশালায় বক্তারা বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং পোর্টাল, সফল ফ্রিল্যান্সার হওয়ার পদ্ধতি, ফ্রিল্যান্সারদের জন্য প্রোগ্রামিং স্ট্যান্ডার্ড, অর্থ উত্তোলনের উপায় ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
অংশগ্রহণকারীদের ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ে উৎসাহ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের মাধ্যমে কর্মশালায় সম্পৃক্ততা ছিল বিশেষভাবে লক্ষণীয়। অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজন নতুন ফ্রিল্যান্সারও উপস্থিত ছিলেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের সুবিধার্থে এবং ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ে আগ্রহীদের জন্য খোলা হয়েছে একটি গুগল গ্রুপ।
গ্রুপটির ঠিকানাঃ http://groups.google.com/ group/bdosn_outsourcing । এখানে আউটসোর্সিং বিষয়ে আলোচনার জন্য আগ্রহীরা অংশ নিতে পারবেন।
সূত্রঃ দৈনিক প্রথম আলো, নভেম্বর ২২, ২০০৮
Leave a Reply