সুস্থ ও সুন্দর জীবন আমাদের সকলেরই কাম্য। বর্তমানে ওজন বৃদ্ধি মানুষের একরূপ অভিসাপ হয়ে দাঁড়িয়েছে। ওজন বেশি হরে উচ্চরক্তচাপ, হৃদরোগ, বাত, ডায়বেটিকস, এথেরোসক্লেরসিস, আর্থাইটিস প্রভৃতি হওয়ার আশংকা থাকে।
যেসব কারণে ওজন বৃদ্ধি পায়ঃ
দেহের চাহিদার অতিরিক্ত খাওয়া বিশেষ করে ফ্যাট, কালসিয়াম ও ক্যালরিযুক্ত খাবার বেশি হলে ওজন বৃদ্ধি পায়। মদ্যপান, অতিরিক্ত মানসিক চাপ, অতিরিক্ত ঘুম, স্টেরয়েড এবং অন্যান্য নানা ধরনের ওষুধ গ্রহনের ফলেও ওজন বাড়তে পারে। অতিরিক্ত আরাম আয়েশ ও শরীরিক পরিশ্রম কম ফলে দেহে চর্বিজমে এবং ধীরে ধীরে ওজন বাড়তে থাকে।
ওজন হ্রাস করার কয়টি সহজ পদ্ধতি
যেহেতু ওজন বৃদ্ধি-মেদ বা ভুড়ি প্রভৃতি সমস্যা সৃষ্টি করে সেহেতু আগে থেকেই সতর্ক হওয়া প্রয়োজন। প্রথমেই ওজন বাড়ার কারণগুরো খুঁজে বের করার চেষ্টা করুন এবং ধীরে ধীরে তা প্রতিরোধ করুন। সাধারনত খদ্যঅভ্যাস অপ্রতুর কায়িক পরিশ্রম কিংবা অসুখই এর প্রধান কারণ।
অতিরিক্ত ওজন কমানোর সহজ উপায় হলো সঠিক ও পরিমিত খাদ্য গ্রহণ এবং প্রচুর কায়িক পরিশ্রম ব্যায়াম করা। যারা কায়িক শ্রম বেশী করেন তাদের ব্যায়েমের প্রয়োজন নেই।
নিয়মিত হাটা খুব ভাল ব্যায়াম। প্রতিদিন এক ঘণ্টা করে হাটতে পারেন, সাইকেল চালানো, সাতার কাটা, ত্রিকোণ আসন উস্থান আসন, প্রভৃতি ওজন কমানোর জন্য খুবই উপকারী।
চর্বি জাতীয় খাবার যেমন মাখন, তেল, গরু বা খাসির মাংস বাটার প্রভৃতি থেকে দূরে থাকতে হবে। শরীরের জন্য এগুরো প্রয়োজন রয়েছে কিন্তু নির্দিষ্ট পরিমাণে যার কম বেশী হলে সমস্যার দেখা দেয়। এজন্য অনেক সময় দেখা যায় ওজন কমাতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে অনেকে। এজন্য প্রয়োজন খাদ্য গ্রহণ পরিমান সম্পর্কে সচেতন হওয়া। প্রচুর পরিমানে শাক-সবজি ও ফলমূল খাবেন এবং বেশি বেশি পানি পান করবেন। একবারে বেশী খাবেন না একটু পর পর অল্প অল্প করে খাবেন। ক্ষুধা লাগলে শশা বা ফল খেয়ে নেবেন। কারণ শশা ও টকফল ওজন হ্রাসে সহায়ক ভূমিকা পালন করে।
আজকাল অপারেশনের সাহায্যে ভুড়ি বা বেদ কমানো হচ্ছে। লাইপোসাকশন বা অ্যাবডোমিনো ফ্লৎস্টির সাহায্যে মেদ কমানো হচ্ছে। কিন্তু এটার পার্শপ্রতিক্রিয়াও রয়েছে অনেক।
ওজন হ্রাসকারী খাদ্যে ক্যালসিয়াম ও লোহার অভাব ঘটতে পারে। এক্ষেত্রে ডিম কলিজা লোহার চাহিদা পূরণ করবে। চেষ্টা করবেন লবণ বর্জিত খাদ্যগ্রহণ করতে।
এক্ষেত্রে খাবার মেপে মেপে খাওয়ার প্রয়োজন নেই মোটা মোটি একটা হিসাব করলেই চলবে। শরবত, কোকাকোলা, ফান্টা ইত্যাদি মৃদু পানীয় সব রকম মিষ্টি তেলে ভাঁজা খাবার, চর্বি যুক্ত মাংস, তৈলাক্ত মাছ, বাদাম, শুকনাফল, ঘি, মাখন, সর ইত্যাদি পরিহার করা প্রয়োজন। শর্করা ও চর্বি জাতীয় খাদ্য ক্যালরির প্রধান উৎস। অধিক চর্বি যুক্ত কম ক্যালরির খাদ্যে স্থুল ব্যক্তির ওজন খুব দ্রুত কমে। ওজন কমাতে পরিশ্রম ও নিয়মিত ব্যায়েমের পাশাপাশি খাদ্য তালিকায় পরির্তন খুবই গুরুত্বপূর্ণ।
সকালঃ দুধ ছাড়া চা বা কফি, দুটো আটার রুটি, একবাটি সবজি সিদ্ধ, ১ বাটি কাঁচা শশা। শশা ওজন কমাতে জাদুর মত কাজ করে।
দুপুরঃ ৫০-৭০ গ্রাম চালের ভাত। মাছ বা মুরগির ঝোল ১ বাটি। এক বাটি সবজি ও শাক, শশার সালাদ, এক বাটি ডাল এবং ২৫০ গ্রাম টক দই।
বিকালঃ দুধ ছাড়া চা বা কফি, মুড়ি বা বিস্কুট ২টা।
রাতঃ আটার রুটি তিনটা, একবাটি সবুজ তরকারি, একবাটি ডালম টকদই দিয়ে এক বাটি সালাদ এবং মাখন তোলা দুধ।
দৈনিক এক গ্রাম প্রোটিন গ্রহণ করলে দেহে প্রোটিনের অভাব থাকে না। ৬০ কিলোগ্রাম ওজন বিশিষ্ট ব্যক্তির খাদ্য ৬০ গ্রাম প্রটিন হলেই ভাল হয়। প্রতি মাসে একদিন ওজন মাপতে হবে, লক্ষ্য রাখতে হবে ওজন বাড়ার হার কম না বেশী। ওজন বৃদ্ধি অসুখের লক্ষণ। মেদ বা ভূড়ি এদের অতিরিক্ত ওজন কোনটাই স্বাস্থ্যের লক্ষণ নয়। বরং নানা অসুখের কারণ হয়ে দেখা দেয় একথা সব সময় মনে রাখবেন এবং স্বাস্থ্য সচেতন হবেন।
——————–
ফাতেমা ইয়াসমীন (লিসি)
খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগ, ঢাকা।
দৈনিক ইত্তেফাক, ২৪ মে ২০০৮
thanks onfor give me this suggetion…i need more suggetion for my wait loss…pls give me..
আপনার বয়স উচ্চতা ও ওজন জানিয়ে বিস্তাতিত বলুন কি জানতে চান।
my age 20 years old..hight5.9… wight 72 kg..how i loss my wight
অমার নামঃ নাঈম..বয়সঃ২০..উচ্ছতা ৫ ফুট ৮ ই…োজন ৭২ কেজি..এখন কিভাবে অামার োজন কমাব
আপনার উচ্চতানুসারে ওজনটা কিন্তু পারফেক্টের কাছাকাছি। তবে যদি ফ্যাট বেশি থাকে তাহলে প্রথমে হাটাহাটি দিয়ে শুরু করে ধীরে ধীরে দৌড়ানোর অভ্যাস করতে হবে। সেই সাথে হালকা ওয়েট লিফটিং করতে পারলে ভালো।
স্যার, আমি পেট কমানোর জন্য SAUNA Belt ব্যবহার করি,এতে কোনো side affect আছে কি না?দয়া করে জানাবেন।
আমার বয়স 18 বছর ও উচ্চতা 5’6
এটার ব্যবহারে কোনো উপকার পাওয়া গেছে কিনা- তা নিয়ে অনেকেই সন্দিহান। এর কার্যকারিতা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে।
বেল্ট ব্যবহারে খুব করে সতর্ক করা হয়েছে যেন এর ব্যবহারবিধি খুব মনোযোগ দিয়ে পালন করা হয়। অনেকে অভিযোগ করেছেন যে ব্যবহৃত অঙ্গের ত্বক লাল হয়ে যায়, চুলকানী ও জ্বালাপোড়া হয়। এমনকি অত্যাধিক তাপমাত্রার ফলে স্পার্ম কমে যাওয়া থেকে এর উর্বরতাও নষ্ট হয়ে যেতে পারে।
ওজন বা ফ্যাট কমানোর জন্য আমাদের পরামর্শ হবে দৌড়ানো।
স্যার, আমি পেট কমানোর জন্য SAUNA Belt ব্যবহার করি,এতে কোনো side affect আছে কি না?দয়া করে জানাবেন।
আমার বয়স 18 বছর ও উচ্চতা 5’6,ওজন 69 কেজি।
I am 30 years old and my height is 5 feet and my weight is 52 kg. is it overweight. what will be my standard weight.
স্টান্ডার্ড মাপে আপনার ওজন একদম ঠিক আছে।
িস্যার ” অামার ফ্যাট একটু বেশী ..এখন কি ধরনের ব্যয়াম করতে পাির
সবচেয়ে ভালো হবে নিয়মিত দৌড়ানো। প্রথমে হাঁটা দিয়ে শুরু করে ধীরে ধীরে দৌঁড়ানোর অভ্যাস করবেন।
i am 22 years old. wight 83.. please tell me what is the normal wight for me??????
অন্য একটা পোস্টে আপনার উচ্চতা লিখেছেন ৫’৭”। সেই হিসাবে আপনার ওজন হওয়া উচিত ৬৮ কেজির আসে পাশে।