২০ বছর ধরে লিফটে চড়েন না ব্যাংকার হাবিবউল্লা। ২০ বছর আগে এক অফিসে লিফটে চড়ার পর বিদ্যুৎ চলে যায়। ১৫ মিনিটের জন্য ভেতরে আটকা পড়েন তিনি। এর পর থেকে লিফটের প্রতি প্রচণ্ড এক ভীতি জন্মায় তাঁর। তাঁর বিশ্বাস, লিফটে উঠলেই একসময় তা বন্ধ হয়ে যাবে এবং তিনি আর কখনোই বের হতে পারবেন না।
এরপর তিনি একবারই লিফটে চড়েছিলেন। তারপর হূৎপিণ্ডটা যেন লাফাতে শুরু করেছিল, দম বন্ধ হয়ে আসছিল, মনে হচ্ছিল মারা যাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিনি পদোন্নতি প্রত্যাখ্যান করেছেন, কেননা তাহলে তাঁকে বসতে হবে ১০ তলায় এবং লিফট ব্যবহার করতে হবে।
ভয় যখন অস্বাভাবিক
নির্দিষ্ট বস্তু, বিষয় বা পরিস্থিতিতে একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত ভয় গ্রহণযোগ্য। কিন্তু এই ভয়ের অনুভূতি যদি স্বাভাবিকতার সীমা অতিক্রম করে তখন তা একটি রোগ। একে বলে ফোবিয়া বা ফোবিক ডিজঅর্ডার বা অহেতুক ভীতি রোগ। অনেকে বিভিন্ন প্রাণী যেমন—কুকুর, সাপ, টিকটিকি, তেলাপোকা, মাকড়সা ইত্যাদি অতিরিক্ত ভয় পান। কারও ভীতি বিভিন্ন প্রাকৃতিক অবস্থা যেমন—উচ্চতা, ঝড়, সমুদ্র, পাহাড় ইত্যাদিকে। কেউ আবার রক্ত, ক্ষত, ইনজেকশন—এসব দেখলে অজ্ঞান হয়ে পড়েন ভয়ে।
বিভিন্ন পরিস্থিতিতে যেমন— বিমানে চড়তে, লিফটে উঠতে, বদ্ধ স্থানে অনেকের ভীতি জন্মায়। কেউ একা থাকলে ভয়ে অসুস্থ হয়ে পড়েন, কেউ আবার অনেক জনসমাগমের মধ্যে ফোবিয়ায় আক্রান্ত হন, দম বন্ধ হয়ে আসে। আক্রান্ত ব্যক্তির এই অস্বাভাবিক পর্যায়ের ভয় তাঁর ব্যক্তিগত, সামাজিক ও কর্মজীবনে ব্যাঘাত ঘটায়। বিষয়টি সেই মানুষ এড়িয়ে চলেন যেকোনোভাবে।
ভয় পেলে যা হয়
আক্রান্ত ব্যক্তির কিছু লক্ষণ দেখা দেয়। যেমন—হাত-পা কাঁপা, মুখ শুকিয়ে আসা, বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট, দম বন্ধ ভাব, বুকের মাঝে চাপ, ব্যথা, অতিরিক্ত ঘাম, ক্লান্তি, মাথা ঝিম ঝিম করা, মাথা ঘোরা, পেটের মধ্যে অস্বস্তি, ডায়রিয়া, বমি বমি ভাব বা বমি ইত্যাদি।
চিকিৎসা কী?
ফোবিয়া একধরনের মানসিক রোগ এবং এর মূল চিকিৎসা হলো সাইকোথেরাপি, বিশেষত বিহেভিয়ার থেরাপি। এই থেরাপিতে ব্যক্তির অনাকাঙ্ক্ষিত বা অস্বাভাবিক আচরণকে ধীরে ধীরে চর্চা ও কৌশল প্রয়োগের মাধ্যমে আকাঙ্ক্ষিত আচরণে পরিবর্তিত করা হয়। কোনো কোনো ক্ষেত্রে উদ্বেগের শারীরিক-মানসিক উপসর্গ কমাতে ওষুধ ব্যবহারেরও প্রয়োজন হতে পারে।
ডা. মুনতাসীর মারুফ
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট।
সূত্র: দৈনিক প্রথম আলো, ডিসেম্বর ২৭, ২০১৩
Bappy
amar akta problem hossa kuno kichu valo laga na ar sob somai morar voy kora manus ja kuno somoy mara ja ta para ar amar sob somoy mona hoy ami ja ami mara jabo voy mara jaba ai ta ki kuno problem ki plz janaben ar akhon ami ki korbo
Bangla Health
বন্ধুবান্ধবদের সাথে সময় কাটান। পরিবারের আর সবার সাথে সময় কাটান, কথা বলেন সবার সাথে, টুকটাক কাজে অংশ নিন। সুযোগ সুবিধা থাকলে কোথাও বেড়িয়ে আসুন।
Nazim
Hello
Nazim
Sir amar age 17. 2 mas Dora kono karon sara amar mon karap thaka. Amar family kono problem nai.are amr sob somoy mata gorai are bomi bomi bap Asa. Are 8 hour gomanor poro gom gom bap Asa. Sob somoy dorbol laga. Are kono phycially Somosa nai but sorel dorbol laga. Ami mental doctor dakise. Gomar Somosa balo hoisa. Kento mon balo thaka na bcz sob somhoy Mona hoi mata gorai.please sir help me.
Bangla Health
প্রতিদিন বন্ধুবান্ধবদের সাথে খেলাধূলা করবেন, নয়তো একা একা কোনো ব্যায়াম করবেন–যেমন সাঁতার, সাইকেল চালানো, দৌড়, হাঁটা। জিমে গিয়েও ব্যায়াম করতে পারেন যদি উপায় থাকে। আর টাইমমতো খাওয়ার চেষ্টা করবেন। বেশিক্ষণ না খেয়ে থাকবেন না।
Nazim
Sir amar age 17. 2 mas Dora amar mon karap bcz amar sob somhoy Mona hoi amar mata gorai are sob somhoy bomi bomi bap Asa. Kento amar phycially problem nai . Ami mental doctor dakise bcz amr gomar problem celo but Akon gomar Somosa balo hoisa. Kento sorel dorbol laga are mon karap thaka. Are amar sob somoy Mona hoi ami balo hobo ke na.sir please help me
Jony
Sir amar age 18. Amar mon karap thaka bcz amar rata balo gom hoi na. Mental doctor kasa gala amaka Amit 10mg akta medicin dai. Ami ai medicin 2 mas Kai. Are Akon amar gomar problem balo hoisa.tai ami medicin off kora dai but Akon amar bomi bomi bap laga. Abar medicin Kai.ai medicin kala amr onak gom Asa. Ami ai medicin off korta parse na. Please sir help koran
Bangla Health
নিয়মিত খেলাধূলা বা একটু শারীরিক পরিশ্রম হলে রাতে ঘুম হওয়ার কথা। চেষ্টা করে দেখতে পারেন।