জামিল সাহেবের বয়স ৬০ বছর পেরিয়েছে। কয়েক দিন ধরেই কাশি এবং শ্বাসকষ্ট হচ্ছে তাঁর। কাশির সঙ্গে মাঝেমধ্যে রক্ত আসছে। শুধু তা-ই নয়, জ্বর ও বুকে ব্যথাও আছে। শীতের মধ্যে বুকে ঠান্ডা জমে এমন হয়েছে বলে মনে করছেন পরিবারের সদস্যরা। তাড়াতাড়ি তাঁকে নিয়ে গেলেন চিকিৎসকের কাছে। তাঁদের ধারণাই সঠিক হলো। ঠান্ডা লেগেই এমন হয়েছে তাঁর।
কেন হয় এ ধরনের সমস্যা?
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক খান আবুল কালাম আজাদ বলেন, বয়স্কদের বুকে ঠান্ডা জমা বলতে প্রধানত নিউমোনিয়াকে বোঝানো হয়। এ ছাড়া অ্যাকিউট ব্রঙ্কাইটিসও হতে পারে কখনো, যা অনেকটা নিউমোনিয়ার মতোই। নিউমোনিয়াতে ফুসফুসের একটি অংশে অসুস্থতার জন্য পানি এবং অন্যান্য পদার্থ জমে গিয়ে বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। আর অ্যাকিউট ব্রঙ্কাইটিসে শ্বাসনালিতে সমস্যার সৃষ্টি হয়।বয়স্কদের বুকে ঠান্ডা জমতে পারে যদি ফুসফুসে আগে থেকে কোনো সমস্যা থাকে। কোনো ব্যক্তি যদি আগে থেকেই অ্যাজমা অথবা ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজে (সিওপিডি) ভুগতে থাকেন, তাহলে তাঁর বুকে ঠান্ডা জমতে পারে। আবার হঠাৎ করেও শুরু হতে পারে এ ধরনের সমস্যা।বিভিন্ন জীবাণুর কারণে তৈরি হয় এ সমস্যাগুলো। এসব জীবাণুর মধ্যে ব্যাকটেরিয়াই প্রধান। তবে ভাইরাস, ছত্রাক—এগুলোও করতে পারে এমন সমস্যা। বাংলাদেশের প্রেক্ষাপটে যক্ষ্মার জন্য দায়ী ব্যাকটেরিয়াটিও অনেক সময় এমন সমস্যা সৃষ্টি করতে পারে। ঠান্ডা লাগার পর সঠিকভাবে চিকিৎসা না হলে এ থেকে জটিলতা সৃষ্টি হয়ে শ্বাসতন্ত্র অকেজো হয়ে পড়তে পারে, ফুসফুসে পুঁজও জমতে পারে। কিডনিও অকেজো হয়ে যেতে পারে, মস্তিষ্কের আবরণীতে হতে পারে সংক্রমণ। এটি রোগীর প্রাণনাশের কারণও হতে পারে।
কীভাবে বুঝবেন জটিল কি না
ঠোঁট নীল হয়ে যাওয়া হচ্ছে শ্বাসতন্ত্রের জটিলতার লক্ষণ। কাশির সঙ্গে পুঁজ এলে বুঝতে হবে পুঁজ জমেছে ফুসফুসে। মূত্র তৈরি কম হওয়া কিডনি অকেজো হওয়ার অন্যতম উপসর্গ। যদি দেখেন বয়স্ক ব্যক্তিটির এসব সমস্যা হচ্ছে, তাহলে বুঝবেন তাঁর রোগ জটিল আকার ধারণ করেছে।
চিকিৎসা
বয়স্কদের বুকে ঠান্ডা জমে গেলে দ্রুত চিকিৎসা শুরু করতে হবে। তিনি এ সময় ঠিকমতো খেতে পারেন না বলে তাঁর পুষ্টি এবং পানির চাহিদা পূরণ করতে হবে। চিকিৎসকের পরামর্শমতো এমন ওষুধ দিতে হবে, যেন তা শ্বাসতন্ত্রে কাজ করে, অসুস্থতার জন্য দায়ী জীবাণুগুলোর বিরুদ্ধে কার্যকর হয়। ওষুধ অবশ্যই সময়মতো সঠিকভাবে খাওয়াতে হবে।
বয়স্কদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। অ্যাজমা আছে কি না তা আগে থেকেই জেনে নিন।
হঠাৎ কাশি বা শ্বাসকষ্ট বেড়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন নিউমোনিয়ার বিষয়টি। এ ছাড়া বয়স্কদের নিয়মিত মুক্ত বাতাসে নিয়ে যেতে হবে। ঘরে বায়ু চলাচল ভালো হতে হবে।
রাফিয়া আলম
সূত্র: দৈনিক প্রথম আলো, ডিসেম্বর ২৫, ২০১৩
Leave a Reply