প্রশ্ন: লেজার চিকিত্সার মাধ্যমে দৃষ্টিশক্তির সমস্যা বা চশমার প্রয়োজনীয়তা পুরোপুরি দূর করা কি সম্ভব?
উত্তর: চোখের কর্নিয়া স্বাভাবিক থাকলে ২০ বছর বয়সের পর লেজারের মাধ্যমে ১২ থেকে ১৪ ডায়াপটার পর্যন্ত প্লাস বা মাইনাস পাওয়ারকে শূন্য পাওয়ার করা সম্ভব। তবে যাদের চশমার পাওয়ার এর চেয়ে বেশি, তাদের পাওয়ার লেজারের সাহায্যে চশমার পাওয়ার কিছুটা কমানো যায়। কিন্তু পুরোপুরি শূন্য করা যায় না।
অধ্যাপক এম নজরুল ইসলাম,
চক্ষু বিভাগ, বারডেম হাসপাতাল।
Leave a Reply