প্রশ্ন: কোষ্ঠকাঠিন্যের জন্য দীর্ঘদিন ল্যাকটুলোজ-জাতীয় ওষুধ খাওয়া কি ক্ষতিকর?
উত্তর: কোষ্ঠকাঠিন্যের জন্য অনেকেই দিনের পর দিন ল্যাকটুলোজ-জাতীয় সিরাপ সেবন করে থাকেন। এর ফলে একধরনের বদভ্যাস তৈরি হয়। তখন স্বাভাবিক প্রক্রিয়ায় মলত্যাগে সমস্যা হতে পারে। এ ছাড়া দীর্ঘদিন এসব ওষুধ খেলে মল নরম হওয়া ও কিছু পুষ্টি উপাদানেরও অভাব দেখা দিতে পারে। কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য দৈনন্দিন খাবারের সঙ্গে প্রচুর শাকসবজি, আঁশযুক্ত খাবার, নিয়মিত প্রচুর পানি পান করার পাশাপাশি ইসবগুলের ভুসি, বেলের শরবত, পেঁপে ইত্যাদি খেয়ে ভালো থাকার চেষ্টা করা যায়। তার পরও সমস্যা হলে চিকিৎসকের পরামর্শে মাঝেমধ্যে ওষুধ খাওয়া যেতে পারে।
অধ্যাপক এ বি এম আবদুল্লাহ,
ডিন, মেডিসিন অনুষদ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সূত্র: দৈনিক প্রথম আলো, নভেম্বর ১১, ২০১৩
Leave a Reply