প্রশ্ন: বারবার চোখের কোণে ময়লা বা পিচুটি জমা কি কোনো রোগের লক্ষণ?
উত্তর: নেত্রনালির প্রদাহ থাকলে বারবার চোখের কোণে পিচুটি জমা হতে পারে। সুতরাং এ ধরনের উপসর্গ থাকলে চক্ষুবিশেষজ্ঞের পরামর্শে অ্যান্টিবায়োটিক জাতীয় চোখের ফোঁটা ওষুধ ব্যবহার করা যেতে পারে। তবে চোখের অ্যালার্জিতেও একধরনের সাদা পিচুটি হতে পারে।
অধ্যাপক এম নজরুল ইসলাম,
চক্ষু ও গ্লুকোমা বিশেষজ্ঞ, বাংলাদেশ আই হসপিটাল, ঢাকা।
তাওহিদ
আমার সব কথা নাকে বেজে উচ্চারিত হয়, এই থেকে পরিত্রানের উপায় কি?
Bangla Health
শারীরিক কোন সমস্যা না থাকলে বাকিটা মনের জোরে ঠিক করে নিতে পারবেন। দরকার আত্মবিশ্বাস। আর ধীরে ধীরে কথা বলবেন। নিজে নিজে প্রাকটিস করবেন।