প্রশ্ন: তামাক-জর্দা ক্ষতিকর, কিন্তু সুপারি ক্ষতিকর নয়—এ ধারণা কি ঠিক?
উত্তর: অনেকেই মনে করেন, তামাক-জর্দা-সাদাপাতা ক্ষতিকর হলেও পান ও সুপারি ক্ষতিকর নয়। এমন ধারণা একদম ভুল। বরং সুপারিকে রাখা হয়েছে ক্যানসার সৃষ্টিকারী পদার্থ বা ‘কারসিনোজেন’-এর তালিকায়। মুখগহ্বরের ক্যানসারের অন্যতম কারণ হিসেবে জর্দা ও সুপারি খাওয়ার অভ্যাসকে চিহ্নিত করা হয়েছে। আমাদের দেশে মুখ ও গলার ক্যানসারের মূল কারণ ধূমপান ও পান-সুপারি খাওয়ার অভ্যাস। এ ছাড়া পানের সঙ্গে ব্যবহূত চুন, সুপারি এবং জর্দা দাঁত ও মাড়ির নানা রোগ সৃষ্টি করে।
অধ্যাপক এ কে এম মুজিবুর রহমান
মেডিসিন বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল
সূত্র: দৈনিক প্রথম আলো, নভেম্বর ০৪, ২০১৩
Leave a Reply