ফাঙ্গাশজনিত রোগ হওয়ার কারণঃ
- স্যঁতস্যঁতে পরিবেশঃ যাদের কানের মধ্যে ময়লা জাতীয় পদার্থ কিংবা খৈল বেশি জন্মে এবং এসব পদার্থ শরীরের ঘাম বা পানির সঙ্গে মিশ্রিত হয়, তখন সহজেই ফাঙ্গাস জন্মাতে পারে।
- দীর্ঘমেয়াদি কানপাকা রোগঃ দীর্ঘমেয়াদি কানপাকা রোগের মধ্যে যাদের কানের পর্দায় ছিদ্র রয়েছে, তাদের কানের মধ্য থেকে পুঁজ বা পানি কানের ক্যানালে আটকে গিয়ে পরবর্তীকালে ফাঙ্গাস রোগের উৎপত্তি করে।
- ওষুধের ব্যবহারঃ অনেকেই একটু আধটু কান ব্যথা কিংবা কান চুলকালে কানের মধ্যে বিভিন্ন ধরনের ড্রপ ব্যবহার করেন। এসব ব্যবহারকারীরা সহসাই এই রোগে আক্রান্ত হতে পারে।
- এন্টিবায়োটিকের ব্যবহারঃ বেশি মাত্রায় এন্টিবায়োটিক ওষুধ ব্যবহার করলে।
- ডায়াবেটিস বা বহুমুত্রঃ ডায়াবেটিস বা বহুমুত্র রোগীর যে কোনো ধরনের প্রদাহের কারণে।
- রোগীর প্রতিরোধ ক্ষমতাঃ ক্যাসার রোগীদের চিকিৎসায় তাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে।
- কানের এক ধরনের অপারেশন, যাকে রেডিক্যাল মাষ্টোয়েটেকটমি বলে।
সূত্রঃ দৈনিক আমারদেশ পত্রিকা, ১৭ নভেম্বর ২০০৭
লেখকঃ ডা. মোহাম্মদ আশরাফুল ইসলাম
বিভাগীয় প্রধান নাক, কান, গলা বিভাগ, বাংলাদেশ মেডিক্যাল কলেজ।
Leave a Reply