প্রশ্ন: স্তন্যদানকারী মা শাকসবজি খেলে কি শিশুর পেট খারাপ হতে পারে?
উত্তর: যেসব মা বুকের দুধ পান করিয়ে থাকেন, তাঁদের বরং বেশি করে শাকসবজি খাওয়া উচিত, যাতে আয়রন ও অন্যান্য ভিটামিন ও খনিজের ঘাটতি না হয়। স্তন্যপানকারী শিশুর পেট খারাপ হয় তোলা বা কেনা দুধ খাওয়া, অপরিচ্ছন্ন ফিডার-বোতল ব্যবহার, না ফোটানো পানি পান করানো ইত্যাদি থেকে। মায়ের শাকসবজি খাওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
অধ্যাপক তাহমীনা বেগম, শিশুরোগ বিভাগ, বারডেম হাসপাতাল।
সূত্র: দৈনিক প্রথম আলো, নভেম্বর ০১, ২০১৩
Leave a Reply