প্রশ্ন: মৃগীরোগ কি একটি মানসিক রোগ?
উত্তর: মৃগী মানসিক রোগ নয়। মৃগীরোগ হচ্ছে স্নায়ুতন্ত্রের একটি রোগ। মস্তিষ্কের অতি সংবেদনশীলতা ছাড়াও এ রোগে নানা কারণে খিঁচুনি হতে পারে। যেমন: মস্তিষ্কে টিউমার, স্ট্রোক, মাথায় আঘাত ও রক্তপাত, রক্তশিরায় সমস্যা, সংক্রমণ, মাত্রাতিরিক্ত জ্বর, মানসিক প্রতিবন্ধকতা, আলঝেইমার, বিভিন্ন ওষুধ, শরীরের লবণ, ভিটামিন বা খনিজ পদার্থের ভারসাম্যহীনতা এবং ডায়াবেটিসের রোগীর রক্তের শর্করার আধিক্য বা স্বল্পতা থেকেও মৃগীরোগ দেখা দিতে পারে।
ডা. এম এস জহিরুল হক চৌধুরী,
ক্লিনিক্যাল নিউরোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস।
ফারুক
আমি আমার ছেলেকে দেখাতে চাই কিভাবে যোগাযোগ করবো