প্রশ্ন: শিশুদের কি চোখে ছানি পড়তে পারে?
উত্তর: শৈশবেও ছানি পড়তে পারে। সাধারণত বংশগত রোগে বা গর্ভকালে মায়ের হাম বা সংক্রমণ, জ্বর হলে বা গর্ভকালীন প্রথম তিন মাসে মা কোনো বিকিরণের আওতায় এলে ( যেমন: এক্স-রে করা হলে) বা অনেক সময় মায়ের অপুষ্টিজনিত কারণেও শিশু ছানি নিয়ে জন্মাতে পারে। জন্মের পরও ছানি পড়ার বিভিন্ন কারণের মধ্যে রয়েছে আঘাত, শিশুর ডায়াবেটিস, কিছু চর্মরোগ, তেজস্ক্রিয়তা, দীর্ঘদিন ধরে স্টেরয়েড ওষুধ সেবন, চোখের বিভিন্ন রোগ ইত্যাদি। l
ডা. মো. সিরাজুল ইসলাম, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট।
সূত্র: দৈনিক প্রথম আলো, অক্টোবর ১১, ২০১৩
Leave a Reply