প্রশ্ন: ইয়াবা সেবন করে কি ওজন কমে বা শারীরিক কোনো উপকার পাওয়া যায়?
উত্তর: এটা মোটেও ঠিক নয়। ইয়াবা থাই শব্দ। সংক্ষিপ্ত অর্থ পাগলা ওষুধ। মূলত নেশাজাতীয় ওষুধ। এই মহা ভয়ানক মাদক সেবন করলে কিছুটা ওজন কমে, তবে তা খুব সাময়িক। এ ছাড়া মনে উৎফুল্ল ভাব তৈরি হয়, শারীরিক মিলন উত্তেজনা বেড়ে যায় এবং মনে উত্তেজনা আসে, তবে সবগুলোই সাময়িক। কিছুদিন ইয়াবা সেবনের পর দেখা দিতে শুরু করে পার্শ্বপ্রতিক্রিয়া। প্রথমেই শুরু হয় মানসিক অবসাদগ্রস্ততা। অনিদ্রা এবং চিন্তা-আচরণে বৈকল্য দেখা দেয়। মস্তিষ্ক, হূদ্যন্ত্র ও শরীরের যেকোনো অঙ্গকেই আক্রান্ত করতে পারে। ধীরে ধীরে নিস্তেজ করে দেয় একটি সুন্দর দেহ, মন ও মানসিকতার।
অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ,
ডিন, মেডিসিন অনুষদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সূত্র: দৈনিক প্রথম আলো, অক্টোবর ০৩, ২০১৩
ইয়াবা সেবনে পুরুষের কি কি গোপন সমস্যা হয় এবং এর প্রতিকার জানাবেন।
পুরুষত্বহীন হয়ে যেতে পারেন। প্রতিকার একটাই – মাদকমুক্ত জীবনযাপন করতে হবে।