প্রশ্ন: কানের ওপরের অংশ ফোঁড়ানো নিরাপদ কি?
উত্তর: আজকাল তরুণ-তরুণীরা খুব আগ্রহ করেই কানের ওপরের অংশে দু-তিনটি ছিদ্র করে বাহারি অলঙ্কার বসিয়ে দেয়। কিন্তু তারা অনেকেই হয়তো জানে না যে কানের ওপরের অংশ ফোঁড়ানো নিরাপদ নয়। কারণ, কানের ওপরের অংশটা হলো তরুণাস্থি দিয়ে তৈরি। এই তরুণাস্থির নিজস্ব কোনো রক্ত সরবরাহকারী রক্তনালি নেই। ফলে কোনো প্রদাহ অথবা সংক্রমণ হলে তা খুব সহজেই ছড়িয়ে পড়ে এবং সহজে ভালো হয় না। কিন্তু কানের লতিতে এসব সমস্যা নেই। সুতরাং কান ফোঁড়ানোর জন্য কানের লতিকেই বেছে নেওয়া ভালো।
ডা. মো. শামিম রেজা
নাক, কান ও গলা বিভাগ
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল
সূত্র: দৈনিক প্রথম আলো, অক্টোবর ০২, ২০১৩
Leave a Reply