গরম ও বৃষ্টির এই দিনগুলোতে প্রকৃতিতে পোকামাকড় ও মশার উৎপাত গেছে বেড়ে। পোকার কামড়ে শিশুদের প্যাপুলার আর্টিকেরিয়া হতে পারে। এতে দেহের অনাবৃত জায়গায়, যেমন: হাত-পায়ে লাল লাল দানা হয়, বেশ চুলকায় এবং পরে শুকিয়ে গেলে কালো দাগ রয়ে যায়। শিশুরা চুলকাতে গিয়ে অনেক সময় নখের আঁচড়ে রক্তপাত করে ও সংক্রমণ হয়। যেসব শিশু অন্যান্য অ্যালার্জিতে ভোগে অর্থাৎ এটপিক রয়েছে, যেমন: প্রায়ই হাঁপানি, নাক দিয়ে পানি পড়া, সর্দি হয়, তাদের এই আর্টিকেরিয়ার প্রকোপ বেশি।
আর্টিকেরিয়ার চিকিৎসায় প্রতিরোধের ব্যবস্থা সবচেয়ে আগে করতে হবে। শিশুদের যেন পোকা বা মশা না কামড়ায়, সে জন্য প্রয়োজনে দিনে-রাতে মশারি ব্যবহার করুন, ফুলহাতা জামা ও পাজামা পরান, মশারোধক সেপ্র বা ওষুধ ব্যবহার করুন। পরিবেশ পরিচ্ছন্ন রাখুন এবং আশপাশের মশার প্রজনন স্থান ধ্বংস করুন। সংক্রমণ হলে অ্যান্টিবায়োটিক প্রয়োজন হতে পারে। সাধারণত স্টেরয়েড ক্রিম ও অ্যান্টিবায়োটিক ক্রিম কালো দাগ দূর ও প্রশমন করতে পারে। l
ডা. মো. মনিরুজ্জামান খান
চর্ম বিভাগ,
বারডেম হাসপাতাল।
Leave a Reply