প্রশ্ন: চোখে ছানি পড়া বা পড়লে তা কীভাবে বোঝা যায়?
উত্তর: ছানি পড়া শুরু হলে দৃষ্টিশক্তির প্রখরতা ধীরে ধীরে কমতে থাকে। সবকিছু ঝাপসা লাগে। একটি জিনিসকে দুই বা ততোধিক দেখা যায়। কখনো কখনো বাতির চারদিকে রংধনুর মতো বর্ণালি দেখা যায়। বিশেষ করে, রাতে গাড়ি চালাতে বেশ অসুবিধা হয়। চোখের মণি বা তারারন্ধ্রের রং কালো না হয়ে ঘোলাটে বা ধূসর দেখাতে পারে। তবে চোখের লেন্স সম্পূর্ণভাবে ঘোলা হয়ে গেলে তা সাদা দেখা যায়। তখনই সাধারণ মানুষ একে ছানি পেকে গেছে বলে ধরে নেয়।
ডা. মো. সিরাজুল ইসলাম,
জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট।
Leave a Reply