প্রশ্ন: সন্তান প্রসবের পর প্রথম প্রথম মায়ের বুকের দুধ কম আসে। তাই এই সময় শিশুকে মধু, মিছরির পানি বা অন্য কোনো দুধ খাওয়ানো উচিত কি?
উত্তর: এটি কোনোভাবেই উচিত নয়। প্রসবের পর পরই শিশুকে মায়ের বুকের দুধ দিতে হবে। ওই সময় মায়ের বুকে যতটুকু শালদুধ আসে, ততটুকুই শিশুর জন্য যথেষ্ট। শিশু যত ঘন ঘন মায়ের বুকের দুধ পান করবে, বুকে তত তাড়াতাড়ি দুধ আসবে। এতে মায়ের বুকে দুধ দেরিতে আসবে। এ ছাড়া মায়ের দুধ ছাড়া অন্য কিছু খাওয়ালে উল্টো তা শিশুর ক্ষতি করতে পারে।
ডা. মো. নুর ইসলাম,
ঢাকা শিশু হাসপাতাল।
Leave a Reply