প্রশ্ন: শীত-গ্রীষ্মে সব সময় অতিরিক্ত ঠোঁট ফাটা বা ঠোঁটের চামড়া ওঠার সমাধান কী?
উত্তর: এটি একধরনের রোগের কারণে হতে পারে। এর নাম চিলাইটিস এক্সফলিয়েটিভা।
দিনে তিন-চারবার ঠোঁটে ভ্যাসলিন, গ্লিসারিন ব্যবহার করুন। জিভ দিয়ে ঠোঁট ভেজাবেন না। ঠোঁট আর্দ্র রাখার চেষ্টা করুন। প্রচুর পানি পান করবেন যেন পানিশূন্যতা না হয়। অতিরিক্ত ফেটে গেলে বা চামড়া উঠে সমস্যা হলে চিকিৎসকের পরামর্শে স্টেরয়েড বা টেক্রোলিমাস ক্রিম ব্যবহার করতে পারেন।
ডা. মো. মনিরুজ্জামান খান,
চর্ম বিভাগ, বারডেম হাসপাতাল।
Leave a Reply