প্রতিষেধক প্রয়োগ করে বানরের শরীর থেকে এইচআইভির চেয়েও মারাত্মক ভাইরাস অপসারণ করা গেছে বলে গবেষকেরা জানিয়েছেন।
বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচার-এ প্রকাশিত গবেষণা নিবন্ধে সংশ্লিষ্ট বিজ্ঞানীরা জানান, সিমান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস (এসআইভি) সংক্রমিত ১৬টি বানরকে টিকা দেওয়া হয়। এতে নয়টি বানর ওই ভাইরাস থেকে মুক্ত হয়। এখন এইচআইভি আক্রান্ত মানুষের ক্ষেত্রে এ পদ্ধতি পরীক্ষা করে দেখার চিন্তাভাবনা করছেন গবেষকেরা।
বিজ্ঞানীরা জানিয়েছেন, এসআইভি ভাইরাস এইচআইভির চেয়ে এক শ গুণ বেশি ভয়াবহ। বিবিসি।
Leave a Reply